Ajker Patrika

শ্রুতি এবার রাঙা বউ

বিনোদন ডেস্ক
আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১০: ১৪
শ্রুতি এবার রাঙা বউ

কলকাতার টিভি চ্যানেলগুলো একের পর এক নতুন সিরিয়ালের ঘোষণা দিচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হলো শ্রুতি দাস ও গৌরব রায় চৌধুরীর নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’। এর আগে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল এ জুটিকে। সম্প্রতি জি বাংলায় প্রকাশ পেয়েছে ‘রাঙা বউ’ সিরিয়ালের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, কোনো এক অজানা রোগে আক্রান্ত গৌরব। মুহূর্তেই সবকিছু ভুলে যায়। এমনকি নিজের বিয়ে করা বউকেও।

‘রাঙা বউ’-এর প্রোমো দেখেই টেলিপাড়ায় জোরজল্পনা, শিগগিরই বন্ধ হতে চলেছে ‘এই পথ যদি না শেষ হয়’। নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’ প্রযোজনা করছে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সংস্থা ক্রেজি আইডিয়াজ মিডিয়া। ধারণা করা হচ্ছে, ‘রাঙা বউ’ এলেই শেষ হবে অন্য সিরিয়ালটির পথচলা।

ডিসেম্বরেই প্রচারে আসবে ‘রাঙা বউ’। এ সিরিয়ালে শ্রুতি আছেন পাখি চরিত্রে। গ্রামে যে মেয়েরই বিয়ে হয়, সবাইকে পাখি নিজে হাতে সাজিয়ে দেয়। গায়ের রং কালো হওয়ায় তারই বউ সাজা হয় না। হঠাৎ গৌরবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে হয় পাখিকে। নৌকাযোগে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে স্মৃতিশক্তি লোপ পায় গৌরবের। এমনকি চিনতে পারে না সদ্য বিয়ে করা বউকেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত