২ কোটি টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

ভোলা ও লালমোহন প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২: ১৯
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২: ৩৪

ভোলা ও লালমোহনে বিপুল পরিমাণ নিষিদ্ধ পাই জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ওই জাল পুড়িয়ে নষ্ট করা হয়। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।

ভোলার লালমোহনের বাত্তিরখাল মৎস্য ঘাট এলাকার মেঘনা নদী থেকে গতকাল মঙ্গলবার প্রায় ২৯ হাজার মিটার নিষিদ্ধ পাই জাল জব্দ করা হয়। জব্দ করা জালের মূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা। বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আনিসুর রহমান তালুকদারের নেতৃত্বে  অভিযান হয়।

এদিকে ভোলায় দুইটি বসতঘর থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্য। সোমবার রাতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকা থেকে ওই জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, ৩ লাখ ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত