Ajker Patrika

নির্মাণ শেষের আগেই ভেঙে পড়ল ছাদ

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ১১: ৪৬
নির্মাণ শেষের আগেই ভেঙে পড়ল ছাদ

ফেনীর পশ্চিম চাড়িপুর কাজি হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবনের নির্মাণকাজ শেষের আগেই ভেঙে পড়েছে ছাদ। সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড চাড়িপুর এলাকায় গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ৬০ লাখ টাকার বেশি অর্থায়নে ফেনী সদর উপজেলায় চারটি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবন নির্মাণকাজ চলমান রয়েছে। এর মধ্যে ১৫ লাখ টাকার বেশি অর্থায়নে ফেনী পৌরসভার চাড়িপুর এলাকার পশ্চিম চাড়িপুর কাজি হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবন নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বাদ এন্টারপ্রাইজ। প্রায় তিন মাস আগে শুরু হওয়া কাজ অনেকটা এগিয়ে গেছে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তর হোসেন ও শাহানা আক্তার বলে, ‘মঙ্গলবার দুপুরে ক্লাস চলা অবস্থায় হঠাৎ বিকট শব্দে নতুন ওয়াশ ভবনের নিচতলার একটি ছাদ ভেঙে পড়ে। এতে শিক্ষার্থী ও শিক্ষকেরা আতঙ্কিত হয়ে পড়ে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘কাজের মান শুরু থেকে খুবই খারাপ ছিল। ভবনে তিন নম্বর ইট ও নিম্নমানের রড ব্যবহার করা হচ্ছে। বারবার বলার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান বিষয়টি আমলে নেয়নি। ফলস্ ছাদে রডের পরিমাণ কম ছিল। সিমেন্ট কম দিয়ে বালি বেশি ব্যবহার করায় নির্মাণের দু’দিন পরই ভেঙে পড়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম স্বপন জানান, তিনি তাঁর কাজে ইট, বালু, সিমেন্ট ও রডসহ সকল উপকরণ নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহার করছেন। সম্প্রতি মিস্ত্রিদের অবহেলায় একটি ফলস্ ছাদ ভেঙে পড়েছে। সেটি পুনরায় ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। একই সঙ্গে ইটের পূর্বের গাঁথুনিগুলোও ভেঙে নতুন করে করা হচ্ছে।’

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফেনী সদর কার্যালয়ের উপসচিব-সহকারী প্রকৌশলী মো. হাসান পারভেজ জানান, সম্প্রতি নিচতলার একটি ফলস্ ছাদ নির্মাণের দুদিন পর ভেঙে পড়েছে। তিনি বিষয়টি জানতে পেরে দ্রুত পুরো ভবনের সকল ছাদ ভেঙে নতুন করে করার নির্দেশ দিয়েছেন। কলাম, পিলার বিম, ছাদ ও সেপটিক ট্যাংকের কাজ শেষে বর্তমানে ফলস্ ছাদ ও ইটের গাঁথুনির কাজ চলমান রয়েছে।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল গনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল ভবনের একটি ফলস্ ছাদ ভেঙে পড়ার বিষয়টি তিনি শুনেছেন। ডেপুটেশনে অন্য একটি কাজে ব্যস্ত থাকায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি। দুয়েক দিনের মধ্যে তিনি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত