চারঘাট প্রতিনিধি
চারঘাটে বিনা চাষে রসুন আবাদ কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিবছরই বাড়ছে বিনা চাষে রসুনের আবাদ। এ বিষয়ে কৃষি অফিস চাষিদের নানাভাবে পরামর্শ দিচ্ছে।
উপজেলা কৃষি অধিদপ্তর বলছে, চারঘাটে বিনা চাষে রসুনের আবাদ বৃদ্ধি পাচ্ছে। বাম্পার ফলন হচ্ছে। এতে কৃষক লাভবান হচ্ছেন। ২০১৯-২০ অর্থ বছরে উপজেলায় ৩৩০ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছিল। এর মধ্যে ২৫০ হেক্টর জমিতে চাষ করে এবং বিনা চাষে ৮০ হেক্টর জমিতে রসুনের আবাদ করা হয়। চলতি অর্থ বছরে উপজেলায় রসুন চাষে উল্টো চিত্র দেখা যাচ্ছে। এবার বিনা চাষে ২০০ হেক্টর ও চাষে ১৫০ হেক্টর জমিতে রসুনের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান জানান, ২০১৭ সালে নাটোরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে বিনা চাষে রসুন উৎপাদন দেখে তাঁর মধ্যে আগ্রহ জাগে। গত বছর বর্ষা মৌসুম শেষে জমির পানি সরে যাওয়ার পর ৩০ শতাংশ জমিতে কাদার মধ্যেই রসুন ছিটিয়ে দেন। পরে খড় দিয়ে ঢেকে দেন। ওই জমি থেকে উৎপাদন হওয়া রসুন বিক্রি করেন এক লাখ ২৫ হাজার টাকায়। এবার ৪০ শতাংশ জমিতে রসুন চাষ করছেন বলে জানান তিনি।
কৃষকেরা জানান, এ পদ্ধতিতে রসুন চাষে হাল খরচ হয় না। সার ও কীটনাশক কম লাগে। দুই থেকে তিনটি সেচ দিলেই হয়। ফলনও ভালো পাওয়া যায়।
উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের কৃষক আব্দুল কাদের জানান, এবার বিনা চাষ পদ্ধতিতে দুই বিঘা জমিতে রসুন চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের বিষয়ে আশাবাদী তিনি।
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ জানান, অনেক সময় বর্ষার পানি নেমে যেতে বেশি সময় নিলে রসুন আবাদ এক-দেড় মাস পিছিয়ে যেতে হয়। এ ক্ষেত্রে সামান্য কাদার ওপর রসুন লাগালে সময়সীমা এ গিয়ে আসে। ফলনও ভালো হয়।
চারঘাটে বিনা চাষে রসুন আবাদ কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিবছরই বাড়ছে বিনা চাষে রসুনের আবাদ। এ বিষয়ে কৃষি অফিস চাষিদের নানাভাবে পরামর্শ দিচ্ছে।
উপজেলা কৃষি অধিদপ্তর বলছে, চারঘাটে বিনা চাষে রসুনের আবাদ বৃদ্ধি পাচ্ছে। বাম্পার ফলন হচ্ছে। এতে কৃষক লাভবান হচ্ছেন। ২০১৯-২০ অর্থ বছরে উপজেলায় ৩৩০ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছিল। এর মধ্যে ২৫০ হেক্টর জমিতে চাষ করে এবং বিনা চাষে ৮০ হেক্টর জমিতে রসুনের আবাদ করা হয়। চলতি অর্থ বছরে উপজেলায় রসুন চাষে উল্টো চিত্র দেখা যাচ্ছে। এবার বিনা চাষে ২০০ হেক্টর ও চাষে ১৫০ হেক্টর জমিতে রসুনের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান জানান, ২০১৭ সালে নাটোরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে বিনা চাষে রসুন উৎপাদন দেখে তাঁর মধ্যে আগ্রহ জাগে। গত বছর বর্ষা মৌসুম শেষে জমির পানি সরে যাওয়ার পর ৩০ শতাংশ জমিতে কাদার মধ্যেই রসুন ছিটিয়ে দেন। পরে খড় দিয়ে ঢেকে দেন। ওই জমি থেকে উৎপাদন হওয়া রসুন বিক্রি করেন এক লাখ ২৫ হাজার টাকায়। এবার ৪০ শতাংশ জমিতে রসুন চাষ করছেন বলে জানান তিনি।
কৃষকেরা জানান, এ পদ্ধতিতে রসুন চাষে হাল খরচ হয় না। সার ও কীটনাশক কম লাগে। দুই থেকে তিনটি সেচ দিলেই হয়। ফলনও ভালো পাওয়া যায়।
উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের কৃষক আব্দুল কাদের জানান, এবার বিনা চাষ পদ্ধতিতে দুই বিঘা জমিতে রসুন চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের বিষয়ে আশাবাদী তিনি।
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ জানান, অনেক সময় বর্ষার পানি নেমে যেতে বেশি সময় নিলে রসুন আবাদ এক-দেড় মাস পিছিয়ে যেতে হয়। এ ক্ষেত্রে সামান্য কাদার ওপর রসুন লাগালে সময়সীমা এ গিয়ে আসে। ফলনও ভালো হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে