শাহীন রহমান, পাবনা
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে বড় গর্তগুলোয় যানবাহনের চাকা আটকে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। এক বছর আগে দায়সারাভাবে সংস্কার হলেও বর্তমানে ২০ কিলোমিটার দীর্ঘ এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের সড়কগুলোর মধ্যে অন্যতম ব্যস্ততম সড়ক হচ্ছে হাজীগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, লক্ষ্মীপুর, নোয়াখালী যাতায়াতে বাইপাস সড়ক হিসেবে ব্যবহার হয় এই সড়কটি। এর বেশ কিছু অংশে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু এক বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে দায়সারা সংস্কার ছাড়া বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, হাজীগঞ্জ বাজার এলাকা, জিয়ানগর এলাকা, রনি-অনি ইটভাটার সামনের সড়ক, বেলচোঁ বাজার, সেন্দ্রা বাজার, মনতলা বাজার ও চাঁদপুর অংশের শেষ সীমানা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকার অবস্থা খুবই নাজুক। সড়কের এসব স্থানে কার্পেট উঠে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে।
উপজেলার মনতলা বাজারের ব্যবসায়ী মহিন শেখ, সম্রাট পাটোয়ারী ও শাওন মিয়া বলেন, চোখের সামনে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটতে দেখেছি। বিষয়টি নিয়ে চাঁদপুর সড়ক ও জনপদথবিভাগকে অবহিত করা হয়েছে। এরপর দায়সারাভাবে কিছু ইটের কণা ফেলা হয়েছে।
সড়কে চলাচলরত চালক ও একাধিক যাত্রী দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, এ সড়কের বিশেষ করে মনতলা ও ঘনিয়া অংশে যাতায়াত চরম দুর্ভোগে পড়তে হয়। আমরা এ দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই।
সড়ক ও জনপথ বিভাগের হাজীগঞ্জ সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী মো. মারুফ হোসেন বলেন, ‘আমাদের জনবল সংকট রয়েছে। এরপরও নির্দিষ্ট সময়ের মধ্যে এই সড়কের মেরামত কাজ করা হবে। বাজারের ব্যবসায়ী নেতাদের বলা হয়েছে, দুই পাশে পানি কাটার জন্য ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়া হলে সংস্কার কাজটা সহজে সম্পন্ন করা যাবে।’
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে বড় গর্তগুলোয় যানবাহনের চাকা আটকে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। এক বছর আগে দায়সারাভাবে সংস্কার হলেও বর্তমানে ২০ কিলোমিটার দীর্ঘ এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের সড়কগুলোর মধ্যে অন্যতম ব্যস্ততম সড়ক হচ্ছে হাজীগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, লক্ষ্মীপুর, নোয়াখালী যাতায়াতে বাইপাস সড়ক হিসেবে ব্যবহার হয় এই সড়কটি। এর বেশ কিছু অংশে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু এক বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে দায়সারা সংস্কার ছাড়া বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, হাজীগঞ্জ বাজার এলাকা, জিয়ানগর এলাকা, রনি-অনি ইটভাটার সামনের সড়ক, বেলচোঁ বাজার, সেন্দ্রা বাজার, মনতলা বাজার ও চাঁদপুর অংশের শেষ সীমানা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকার অবস্থা খুবই নাজুক। সড়কের এসব স্থানে কার্পেট উঠে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে।
উপজেলার মনতলা বাজারের ব্যবসায়ী মহিন শেখ, সম্রাট পাটোয়ারী ও শাওন মিয়া বলেন, চোখের সামনে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটতে দেখেছি। বিষয়টি নিয়ে চাঁদপুর সড়ক ও জনপদথবিভাগকে অবহিত করা হয়েছে। এরপর দায়সারাভাবে কিছু ইটের কণা ফেলা হয়েছে।
সড়কে চলাচলরত চালক ও একাধিক যাত্রী দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, এ সড়কের বিশেষ করে মনতলা ও ঘনিয়া অংশে যাতায়াত চরম দুর্ভোগে পড়তে হয়। আমরা এ দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই।
সড়ক ও জনপথ বিভাগের হাজীগঞ্জ সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী মো. মারুফ হোসেন বলেন, ‘আমাদের জনবল সংকট রয়েছে। এরপরও নির্দিষ্ট সময়ের মধ্যে এই সড়কের মেরামত কাজ করা হবে। বাজারের ব্যবসায়ী নেতাদের বলা হয়েছে, দুই পাশে পানি কাটার জন্য ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়া হলে সংস্কার কাজটা সহজে সম্পন্ন করা যাবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে