নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এবার কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে জড়াল চট্টগ্রাম নগর ছাত্রলীগের দুই পক্ষ। দ্বন্দ্বে জড়ানো দুই পক্ষই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
জানা গেছে, ৩০ ডিসেম্বর সদরঘাট থানা ও উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এর দুদিন পর গত রোববার সেই কমিটিকে ‘প্যাকেজ’ কমিটি উল্লেখ করে পাল্টা কমিটি ঘোষণা করেন নগর ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের একাংশ।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম শহরের ১৩ ইউনিটে কমিটি দেন নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তখন কয়েকটি ওয়ার্ড ও কলেজে পাল্টা কমিটি দেন আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা।
হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখায় পাল্টা কমিটি দিয়ে বহিষ্কার হন নগর ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। এতে একই বলয়ের দুই পক্ষের নেতাদের অন্তর্দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠল।
ছাত্রলীগ সূত্র জানায়, ৩০ ডিসেম্বর আকবর হোসেন রাজনকে আহ্বায়ক করে আগামী তিন মাসের জন্য ৭৮ সদস্যের সদরঘাট থানা আহ্বায়ক কমিটি এবং ফরহাদ উদ্দিন জিতুকে সভাপতি ও ফয়সাল বাদশাকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৩৩ সদস্যের এবং ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেন নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
তবে গত রোববার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের প্যাডে ইমরান খান আরজীকে সভাপতি ও হামিদুল হাসান সিফাতকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ২৬ নম্বর ওয়ার্ডে ২৫ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করেন সহসভাপতি থেকে উপসম্পাদক পর্যায়ের ১১ নেতা।
প্যাডে সই থাকা ১১ নেতার একজন হলেন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী জনি। তিনি বলেন, ‘ইমু-দস্তগীর নিজেদের পছন্দমতো কর্মীদের নিয়ে একের পর এক কমিটি দিচ্ছেন। নগর ছাত্রলীগের কমিটিতে যাঁরা আছেন, তাঁদের সঙ্গে তাঁরা এ বিষয়ে কোনো আলোচনা করেন না। জ্যেষ্ঠ নেতারা তাঁদের সমন্বয় করে কমিটি করতে বললেও তাঁরা সেটি মানেননি। এর প্রতিবাদ হিসেবে আমরা পাল্টা কমিটি দিয়েছি।’
তবে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘পাল্টা কমিটি হয় তখন, যখন সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি কমিটি ঘোষণা করেন। এই (পাল্টা) কমিটিতে যাঁদের সই রয়েছে, তাঁদের অনেকেই বর্তমানে চট্টগ্রামে অবস্থান করেন না। তাঁদের ইচ্ছে, সব ওয়ার্ডেই তাঁদের কর্মীরা কমিটিতে আসবেন। কিন্তু এমন হলে তো অন্য যাঁরা দীর্ঘদিন রাজনীতি করছেন, তাঁদের সঙ্গে অন্যায় হয়ে যায়।’
পাল্টা কমিটি ঘোষণা করা নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাকারিয়া দস্তগীর।
এবার কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে জড়াল চট্টগ্রাম নগর ছাত্রলীগের দুই পক্ষ। দ্বন্দ্বে জড়ানো দুই পক্ষই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
জানা গেছে, ৩০ ডিসেম্বর সদরঘাট থানা ও উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এর দুদিন পর গত রোববার সেই কমিটিকে ‘প্যাকেজ’ কমিটি উল্লেখ করে পাল্টা কমিটি ঘোষণা করেন নগর ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের একাংশ।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম শহরের ১৩ ইউনিটে কমিটি দেন নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তখন কয়েকটি ওয়ার্ড ও কলেজে পাল্টা কমিটি দেন আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা।
হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখায় পাল্টা কমিটি দিয়ে বহিষ্কার হন নগর ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। এতে একই বলয়ের দুই পক্ষের নেতাদের অন্তর্দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠল।
ছাত্রলীগ সূত্র জানায়, ৩০ ডিসেম্বর আকবর হোসেন রাজনকে আহ্বায়ক করে আগামী তিন মাসের জন্য ৭৮ সদস্যের সদরঘাট থানা আহ্বায়ক কমিটি এবং ফরহাদ উদ্দিন জিতুকে সভাপতি ও ফয়সাল বাদশাকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৩৩ সদস্যের এবং ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেন নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
তবে গত রোববার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের প্যাডে ইমরান খান আরজীকে সভাপতি ও হামিদুল হাসান সিফাতকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ২৬ নম্বর ওয়ার্ডে ২৫ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করেন সহসভাপতি থেকে উপসম্পাদক পর্যায়ের ১১ নেতা।
প্যাডে সই থাকা ১১ নেতার একজন হলেন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী জনি। তিনি বলেন, ‘ইমু-দস্তগীর নিজেদের পছন্দমতো কর্মীদের নিয়ে একের পর এক কমিটি দিচ্ছেন। নগর ছাত্রলীগের কমিটিতে যাঁরা আছেন, তাঁদের সঙ্গে তাঁরা এ বিষয়ে কোনো আলোচনা করেন না। জ্যেষ্ঠ নেতারা তাঁদের সমন্বয় করে কমিটি করতে বললেও তাঁরা সেটি মানেননি। এর প্রতিবাদ হিসেবে আমরা পাল্টা কমিটি দিয়েছি।’
তবে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘পাল্টা কমিটি হয় তখন, যখন সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি কমিটি ঘোষণা করেন। এই (পাল্টা) কমিটিতে যাঁদের সই রয়েছে, তাঁদের অনেকেই বর্তমানে চট্টগ্রামে অবস্থান করেন না। তাঁদের ইচ্ছে, সব ওয়ার্ডেই তাঁদের কর্মীরা কমিটিতে আসবেন। কিন্তু এমন হলে তো অন্য যাঁরা দীর্ঘদিন রাজনীতি করছেন, তাঁদের সঙ্গে অন্যায় হয়ে যায়।’
পাল্টা কমিটি ঘোষণা করা নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাকারিয়া দস্তগীর।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে