Ajker Patrika

কলেজছাত্রকে কুপিয়ে জখম কানাইঘাটে

কানাইঘাট প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১১: ০৬
কলেজছাত্রকে কুপিয়ে জখম কানাইঘাটে

কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় আশিক উদ্দিন (২৫) নামে এক কলেজছাত্র গুরুতর জখম হয়েছেন। তিনি কানাইঘাট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মশাহিদ আলীর ছেলে। তোকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কানাইঘাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নুনছড়া ঝুলন্ত ব্রিজ সংলগ্ন চা-বাগান এলাকায় পৌঁছালে ৫ / ৬ জন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে মোটরসাইকেলের ওপরেই তাঁকে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এক সময় তাঁকে মৃত ভেবে পাশের একটি ব্রিজের নিচে ফেলে দেয়। আশিকের মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা মোটরসাইকেলটিও ব্রিজের নিচে তার ওপরে ফেলে দেয়।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, ‘নুনছড়া ঝুলন্ত ব্রিজ সংলগ্ন চা-বাগান এলাকায় কলেজ শিক্ষার্থী আশিক উদ্দিনের আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। জখম গুরুতর হওয়ায় তাঁকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত