গাইবান্ধায় সবজির দাম চড়া

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০৭: ০২
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১: ৪২

শীত মৌসুমে শাকসবজির দাম কম থাকার কথা; কিন্তু বাজারে প্রতিটি সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, পাইকারি বাজারে বেশি দামে কেনা পড়ছে, তাই খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। এ ছাড়া পরিবহন ভাড়া বেশি হওয়ায় দাম বাড়তি নিতে হচ্ছে।

বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দেশি নতুন আলু বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। শিম মানভেদে ৪৫-৫৫, গাঁজর ৫৫-৬৫, মুলা ৩৫-৪৫, শসা ৩৫, টমেটো ৪৫-৫৫, বেগুন ৪৫, করলা ছোট ৭৫, করলা হাইব্রিড ৫৫, শালগম ৩৫, ক্ষীরা ৩৫ ও বরবটি ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ ছাড়া মাঝারি ধরনের ফুলকপি প্রতি পিছ ৩৫ টাকা, ফুলকা (পেঁয়াজের ফুল) ১৫-২৫ টাকা প্রতি আঁটি এবং বাঁধাকপি মাঝারি সাইজের প্রতি পিছ ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি বিক্রি হচ্ছে ২৫ টাকায়। নতুন পেঁয়াজ ৪৫-৫৫ টাকায় বিক্রি হলেও আগের ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। বাজারে ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। এক কেজি বয়লার মুরগির দাম ১৬৫-১৭৫ টাকা। কর্ক ২৩৫, সোনালি ২৬৫ ও পাকিস্তানি ২৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

পাশাপাশি প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫২০ টাকায়। আর খাসির দাম ৮০০ টাকা। শহরের পুরোনো বাজারে এসেছেন বেসরকারি চাকরিজীবী মাহাবুব আলম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শীত এসেছে; কিন্তু বাজারে সবজির দাম এখনো কমেনি। সব ধরনের সবজিই এখন ৫০ টাকা বা তার ওপরে বিক্রি হচ্ছে।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের মতো সাধারণ ক্রেতারা সবজি কিনতেই হিমশিম খায়। মাছ, মাংসসহ নিত্যপণ্যের দাম না হয় বাদই দিলাম। বাজার সিন্ডিকেটের কারণে শীত চলে আসার পরও সবজির দাম বেশি। এটা খুবই দুঃখ আর হতাশার বিষয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত