Ajker Patrika

পূর্ব ঘোষণা ছাড়াই ভাড়া বৃদ্ধি ইজিবাইকের, বিপাকে যাত্রীরা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২: ৫৬
পূর্ব ঘোষণা ছাড়াই ভাড়া বৃদ্ধি ইজিবাইকের, বিপাকে যাত্রীরা

মানিকগঞ্জের হরিরামপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের (হ্যালোবাইক) ভাড়া বাড়িয়েছেন মালিক সমিতি ও চালকেরা। পূর্ব ঘোষণা ছাড়াই ভাড়া বৃদ্ধির এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা। কিছু কিছু রুটে দ্বিগুণ ভাড়া বেড়েছে বলে জানা গেছে।

মালিক সমিতির এক সদস্য জানান, হরিরামপুর থেকে বেউথা রুট, হরিরামপুর থেকে ঝিটকা এবং হরিরামপুর থেকে বলড়া-বান্দুরা রুটে ভাড়া বাড়ানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা চত্বর থেকে লাউতা মোড় পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে ১৫ টাকা। আগে নেওয়া হতো ১০ টাকা। লেছড়াগঞ্জ বাজার থেকে ঝিটকা বাজার পর্যন্ত বর্তমান ভাড়া ২৫ টাকা। আগে ছিল ২০ টাকা। হরিরামপুর উপজেলা চত্বর থেকে লেছড়াগঞ্জে যেতে ৫ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ১০ টাকা। এমন অনেক স্থানে দ্বিগুণ ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, তেল-চালসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। তাই তাঁরা ভাড়া বাড়িয়েছেন। সমিতির সবাই বসে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তাঁরা। উপজেলার অন্যান্য রুটে চলাচল করা যানবাহনেও ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান তাঁরা।

অন্যদিকে যাত্রীরা বলছেন, কোনো ঘোষণা বা মাইকিং না করে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা লেগে যায়। শিক্ষার্থীদের কাছ থেকেও ভাড়া বেশি আদায় করা হচ্ছে।

ইমন নামের এক কলেজশিক্ষার্থী বলেন, হরিরামপুর থেকে মানিকগঞ্জে কলেজে নিয়মিত ক্লাস করতে হয়, এভাবে ভাড়া বৃদ্ধি মানা যায় না।

হরিরামপুর শ্যামল নিসর্গর সিনিয়র সহসভাপতি পলাশ সূত্রধর বলেন, ‘কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া নিজেদের খেয়ালখুশিমতো ভাড়া বৃদ্ধি ঠিক না।’

এ ব্যাপারে হরিরামপুর হ্যালোবাইক মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চাল-ডালসহ সবকিছুর দাম বেড়েছে। পাশাপাশি গাড়ির দাম বেশি, যন্ত্রাংশের দামও বেশি। গরিব মানুষেরা হ্যালোবাইক চালায়। খরচ বেড়ে যাওয়ায় আগের ভাড়া থেকে পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে প্রতিবন্ধী যাত্রীদের থেকে ভাড়া কম নেওয়া হয়।’

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ ভাড়া বৃদ্ধির বিষয়টি জানা ছিল না। অটোমালিক সমিতির সভাপতিকে ডেকে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত