Ajker Patrika

দীর্ঘ অপেক্ষার পর সড়ক সংস্কার, তা-ও সাময়িক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ০৭ জুন ২০২২, ০৯: ৫৩
দীর্ঘ অপেক্ষার পর সড়ক সংস্কার, তা-ও সাময়িক

দেড় বছর অপেক্ষার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের বাজার জামে মসজিদের সামনের সড়ক সংস্কার শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গতকাল সোমবার দুপুর থেকে এই সংস্কারকাজ শুরু করে প্রতিষ্ঠানটি। তবে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। কাজের সুপারভাইজার বলছেন, এটা সাময়িক সংস্কার, পরে পুনর্নির্মাণ করা হবে।

এদিকে খানাখন্দে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কের সংস্কার শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও বাজারের ব্যবসায়ীরা।

ব্যবসায়ী বাবুল সওদাগর জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যেও উপজেলার সঙ্গে সীমান্ত সংযোগ সড়কের দুরবস্থা মেনে নেওয়া যায় না। দেড় বছর পর ১ কিলোমিটার সড়কটি সংস্কার হলে ব্যবসায়ীদের বেচাবিক্রিতে গতি ফিরতে পারে।

নাইক্ষ্যংছড়ি বাজার জামে মসজিদের ইমাম ইজ্জত উল্লাহ বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে দক্ষিণে খানাখন্দে ভরা সড়কটি সামান্য বৃষ্টিতে নদীর মতো হয়ে যায়। সড়কে কয়েক শ গর্ত মরণফাঁদে পরিণত হয়েছে। দিনে পাঁচবার মসজিদে যাওয়া-আসা করতে গিয়ে দুর্ভোগে পড়েন কয়েক শ মুসল্লি।’

সড়কে নিয়মিত চলাচল করেন ক্যানু মারমা। তিনি বলেন, প্রায় অভিভাবকহীন থাকার পর সোমবার দুপুর থেকে বাজার এলাকায় সংস্কার শুরু হয়। কিন্তু এতে নিম্নমানের ইটের খোয়া দেওয়া হচ্ছে। এক কথায় সংস্কারের কাজ অতি নিম্নমানের। ভালো খোয়া দেওয়া হলে মানুষের কষ্ট লাঘব হতো। সড়ক ও জনপথ বিভাগের লোকজন যে খোয়া দিয়ে কাজ করছে, তাতে কয়েক ঘণ্টার মধ্যে গুঁড়ো হয়ে যাবে, পরে তা বৃষ্টির পানিতে কাদায় পরিণত হওয়ার আশঙ্কা করছেন তিনি।

কাজের তদারককারী সুপারভাইজার মুহাম্মদ সেলিম বলেন, মূলত টেন্ডারের মাধ্যমে এই কাজ না। বান্দরবার সওজ বিভাগের অর্থায়নে স্বল্প সময়ের জন্য সংস্কার হচ্ছে। মূলত সড়কটির ১১ বিজিবির ব্যাটালিয়ন সদর থেকে চাকঢালার আমতলী পর্যন্ত পুনর্নির্মাণ করা হবে, যা সীমান্ত সড়কে সংযুক্ত হবে।

সুপারভাইজার সেলিম জানান, বর্তমানে সড়কটি বান্দরবান থেকে বাইশারী-নাইক্ষ্যংছড়ি সদর হয়ে মিয়ানমার সীমান্তের আমতলী মাঠ পর্যন্ত। ক্রমান্বয়ে তা বড়সড় সড়কে রূপ নেবে। সরকার এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত