পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড়

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ০৫: ৩০
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১০: ৩৭

নেত্রকোনার পূর্বধলায় গরমে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি ও ডায়রিয়ার প্রকোপ। প্রায় প্রতি ঘরেই কেউ না কেউ রোগে আক্রান্ত। আক্রান্তদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ।

চিকিৎসকেরা বলছেন, গত কয়েক দিন ধরে গরমের তীব্রতা বেড়েছে। এতে অনেকে ভাইরাস জনিত রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এই সময় সবাইকে রোদ এড়িয়ে চলা এবং বেশি করে পানি পান করার পরামর্শ দেন তারা।

জানা গেছে, ঋতু পরিবর্তন ও গত কয়েক দিন ধরে প্রচণ্ড গরমের কারণে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সংখ্যা বেড়েছে। শয্যায় ঠাঁই হচ্ছে না ভর্তি সকল রোগীদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়। অনেকে শয্যা না পেয়ে বারান্দা ও ওয়ার্ডের মেঝেতে বিছানা পেতে শুয়ে আছেন। ফলে রোগীর চাপে যথাযথ চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার শামছুন্নাহার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি থাকছেন। গত বৃহস্পতিবারও ৬২ জন রোগী ছিল। তাদের মধ্যে সর্দি, জ্বর ও কাশি জনিত রোগীই বেশি। এ ছাড়া পেট ব্যাথা ও ডায়রিয়ার রোগীও আছে। গত ১৫দিন ধরে রোগীর এমন চাপ বলে জানান তিনি।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আজহারুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরেই তাপমাত্রা অনেক বেশি। ঋতু পরিবর্তন ও অতিরিক্ত গরমে ভাইরাস জনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। রোগীর চাপ সামাল দেওয়া ও চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত