চৌগাছা প্রতিনিধি
খোলাবাজারের (ওএমএস) পণ্য পরিবেশকের (ডিলার) দোকান খোলার কথা সকাল ৯টায়, কিন্তু এই পণ্য কেনার জন্য নিম্ন আয়ের অনেকে সকাল ৬টা থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছেন।
চাহিদার তুলনায় ক্রেতা বেশি থাকায় শেষ সময়ে খালি হাতে ফিরে যাওয়ার শঙ্কায় তাঁরা এত আগে এসেছেন। গতকাল সোমবার যশোরের চৌগাছায় খোলাবাজারের চাল ও আটা বিক্রিয় কেন্দ্রে এমন ভিড়ের চিত্র দেখা গেছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ‘খ’ শ্রেণির পৌরসভা হিসেবে চৌগাছায় প্রতিদিন বিক্রি করার জন্য তিনজন ডিলারের অনুকূলে তিন হাজার কেজি চাল ও তিন শ কেজি আটা বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো চারজন ডিলার সমান ভাগ করে চার স্থানে বিক্রি করছেন।
তবে সরেজমিন দেখা গেছে, বিক্রয় কেন্দ্রগুলোতে এত বেশি ভিড় যে, ডিলারেরা কাউকে শুধুই চাল আবার কাউকে শুধুই আটা দিয়ে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে এতেও তাঁদের হিমশিম খেতে হচ্ছে। অন্য দিকে ক্রেতারাও ভোগান্তির শিকার হচ্ছেন। কাউকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল ৯টা ২০ মিনিটে সদরের নিরিবিলি পাড়ায় খোলাবাজারের পণ্য বিক্রয় কেন্দ্রে গেলে দেখা যায়, তখনো ডিলার দোকান খুলতে পারেননি। তবে তাঁর দোকানের দুই পাশ ধরে নারী ও পুরুষ ও শিশুরা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। আরও অনেকেই এসে ভিড় জমাচ্ছেন।
চাল কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘ভোর ৪টায় এসে লাইনে দাঁড়িয়েছি। আমরা নিম্ন আয়ের মানুষ। বাজারে এক কেজি মোটা চালের দাম ৪২ থেকে ৪৮ টাকা। এক কেজি আটা ৩৮ থেকে ৪২ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সে জন্য কম দামে এখানে চাল ও আটা কিনতে আসতে বাধ্য হয়েছি।’
আরেক ক্রেতা বলেন, ‘আমি এখানে এসেছি ভোর ৬টার দিকে। এসে দেখি কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ তাঁদের ছোট শিশুকে লাইনে দাঁড় করিয়ে রেখে অন্য কাজ সারতে গেছেন। কারণ, দেরি করে এলে শেষ সময়ে খালি হাতে ফিরে যেতে হবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ জানুয়ারি থেকে পৌর এলাকার চারজন ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রি হচ্ছে।
শুক্রবার ছাড়া প্রতিদিন এই খোলা বাজার থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ক্রেতারা প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ১৮ টাকা দরে এক দিনে সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কিনতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিক্রয় কার্যক্রম শুরু হয়।
চৌগাছা নিরিবিলি পাড়ার খোলাবাজারের ডিলার সাহাজ্জেল হোসেন বলেন, ‘গত বছরের চেয়ে বরাদ্দ কম। অথচ ক্রেতার ভিড় বেশি, যা সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বরাদ্দ বাড়ালে অন্তত গত বছরের সমপরিমাণ বরাদ্দ দেওয়া হলে কিছুটা সামাল দেওয়া সম্ভব হতো।
চৌগাছা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন বলেন, টিসিবির পণ্য কিনতে প্রচণ্ড ভিড়ের বিষয়টি রোববার আমি নিজেই সরেজমিন দেখেছি। তবে বরাদ্দ কম বা বেশি করার ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে। আমরা তবুও বিষয়টি তাঁদের জানাব।’
খোলাবাজারের (ওএমএস) পণ্য পরিবেশকের (ডিলার) দোকান খোলার কথা সকাল ৯টায়, কিন্তু এই পণ্য কেনার জন্য নিম্ন আয়ের অনেকে সকাল ৬টা থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছেন।
চাহিদার তুলনায় ক্রেতা বেশি থাকায় শেষ সময়ে খালি হাতে ফিরে যাওয়ার শঙ্কায় তাঁরা এত আগে এসেছেন। গতকাল সোমবার যশোরের চৌগাছায় খোলাবাজারের চাল ও আটা বিক্রিয় কেন্দ্রে এমন ভিড়ের চিত্র দেখা গেছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ‘খ’ শ্রেণির পৌরসভা হিসেবে চৌগাছায় প্রতিদিন বিক্রি করার জন্য তিনজন ডিলারের অনুকূলে তিন হাজার কেজি চাল ও তিন শ কেজি আটা বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো চারজন ডিলার সমান ভাগ করে চার স্থানে বিক্রি করছেন।
তবে সরেজমিন দেখা গেছে, বিক্রয় কেন্দ্রগুলোতে এত বেশি ভিড় যে, ডিলারেরা কাউকে শুধুই চাল আবার কাউকে শুধুই আটা দিয়ে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে এতেও তাঁদের হিমশিম খেতে হচ্ছে। অন্য দিকে ক্রেতারাও ভোগান্তির শিকার হচ্ছেন। কাউকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল ৯টা ২০ মিনিটে সদরের নিরিবিলি পাড়ায় খোলাবাজারের পণ্য বিক্রয় কেন্দ্রে গেলে দেখা যায়, তখনো ডিলার দোকান খুলতে পারেননি। তবে তাঁর দোকানের দুই পাশ ধরে নারী ও পুরুষ ও শিশুরা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। আরও অনেকেই এসে ভিড় জমাচ্ছেন।
চাল কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘ভোর ৪টায় এসে লাইনে দাঁড়িয়েছি। আমরা নিম্ন আয়ের মানুষ। বাজারে এক কেজি মোটা চালের দাম ৪২ থেকে ৪৮ টাকা। এক কেজি আটা ৩৮ থেকে ৪২ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সে জন্য কম দামে এখানে চাল ও আটা কিনতে আসতে বাধ্য হয়েছি।’
আরেক ক্রেতা বলেন, ‘আমি এখানে এসেছি ভোর ৬টার দিকে। এসে দেখি কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ তাঁদের ছোট শিশুকে লাইনে দাঁড় করিয়ে রেখে অন্য কাজ সারতে গেছেন। কারণ, দেরি করে এলে শেষ সময়ে খালি হাতে ফিরে যেতে হবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ জানুয়ারি থেকে পৌর এলাকার চারজন ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রি হচ্ছে।
শুক্রবার ছাড়া প্রতিদিন এই খোলা বাজার থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ক্রেতারা প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ১৮ টাকা দরে এক দিনে সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কিনতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিক্রয় কার্যক্রম শুরু হয়।
চৌগাছা নিরিবিলি পাড়ার খোলাবাজারের ডিলার সাহাজ্জেল হোসেন বলেন, ‘গত বছরের চেয়ে বরাদ্দ কম। অথচ ক্রেতার ভিড় বেশি, যা সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বরাদ্দ বাড়ালে অন্তত গত বছরের সমপরিমাণ বরাদ্দ দেওয়া হলে কিছুটা সামাল দেওয়া সম্ভব হতো।
চৌগাছা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন বলেন, টিসিবির পণ্য কিনতে প্রচণ্ড ভিড়ের বিষয়টি রোববার আমি নিজেই সরেজমিন দেখেছি। তবে বরাদ্দ কম বা বেশি করার ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে। আমরা তবুও বিষয়টি তাঁদের জানাব।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে