Ajker Patrika

পর্যটক বরণে প্রস্তুত প্রকৃতিকন্যা সিলেট

সিলেট ও গোয়াইনঘাট প্রতিনিধি
পর্যটক বরণে প্রস্তুত প্রকৃতিকন্যা সিলেট

উঁচু-নিচু পাহাড়-টিলা, ঝরনা, সারিবদ্ধ চা বাগান, পাহাড়ের কোলঘেঁষা স্বচ্ছ জলের নদীতে পাথরের খেলা, শত বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনায় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। এই বর্ষায় আরও শ্রীবৃদ্ধি হয়েছে প্রকৃতিকন্যা সিলেটের। আর এই সৌন্দর্য উপভোগ করতে ঈদের ছুটিতে ভ্রমণপ্রিয় মানুষ বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে ছুটে আসবেন দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেটে। ভ্রমণপিপাসুদের নজর কাড়তে প্রস্তুতি নেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলোতে।

করোনার কারণে গত দুই বছর চারটি ঈদে পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ছিল। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনা করে সিলেটেরপর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞাও দেওয়া হয়। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেও ঈদুল ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেছেন অসংখ্য পর্যটক। তবে এবার করোনা নিয়ন্ত্রণে থাকায় পর্যটনকেন্দ্রগুলোতে নেই কোনো নিষেধাজ্ঞা।

এদিকে ঈদ সামনে রেখে পর্যটনকেন্দ্রগুলোর পাশাপাশি আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও দোকানগুলো সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আমেজে। ইতিমধ্যেই সিলেটের অধিকাংশ হোটেল ও মোটেল বুকিং হয়ে গেছে বলে জানা গেছে।

গোয়াইনঘাট উপজেলায় পড়েছে বেশির ভাগ পর্যটন কেন্দ্র। তাই প্রশাসনের পক্ষ থেকে জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, মায়াবী ঝরনা, পান্তুমাইসহ পর্যটনস্পটের আশপাশের এলাকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ৩ মে থেকে ১০ মে পর্যন্ত ‘পর্যটন সপ্তাহ’ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলায় রয়েছে সাদা পাথর ও উৎমাছড়া পর্যটন কেন্দ্র। জৈন্তাপুর উপজেলায় রয়েছে নীল নদী খ্যাত লালাখাল, সারী নদী মেঘালয় ঘেঁষা চা বাগানবেষ্টিত শ্রীপুরসহ পিকনিক স্পট। কানাইঘাট উপজেলার উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে রয়েছে স্বচ্ছ পানির নদী লোভাছড়া। রয়েছে ব্রিটিশ আমলে চালু হওয়া লোভাছড়া চা–বাগান ও বাগানের ঝুলন্ত সেতু। এ ছাড়া সিলেট আসলে শাহজালাল (রা.) ও শাহপরাণ (রা.) মাজার, কিনব্রিজ, আলী আমজদের ঘড়িঘর, লাক্কাতুরা, মালনীছড়া চাবাগানে যেতে ভুল করেন না পর্যটকেরা।

জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ জানান, দীর্ঘদিন পরে ঈদ উৎসব নিজ রূপে ফিরেছে। তাই এবারের ঈদে দেশের বিভিন্ন প্রান্ত সিলেটের পর্যটন স্পটগুলোতে পর্যটকেরা আসবেন। আগত পর্যটকদের সেবার মান বৃদ্ধি করতে টুরিস্ট পুলিশ কাজ করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত