হজ ব্যবস্থাপনা: খরচের তিন-চতুর্থাংশই দিতে হবে প্রাক্‌-নিবন্ধনে

উবায়দুল্লাহ বাদল, ঢাকা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ০৬

তিন দফা বাড়ানোর পরও পূরণ হয়নি বাংলাদেশের হজ কোটা। গতকাল বৃহস্পতিবার রাতে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭৯ হাজার ৬১১ জন। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

ফলে কোটা পূরণ হতে এখনো প্রায় ৪৭ হাজার নিবন্ধন বাকি। কোটা পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য ধর্মমন্ত্রীকে চিঠি দিয়েছে এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। নিবন্ধনের মেয়াদ আরও দু-এক দিন বাড়ানো হতে পারে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে আভাস মিলেছে।

সূত্রমতে, এমন পরিস্থিতিতে হজযাত্রীর সংখ্যা সময়মতো সৌদি সরকারকে জানানো নিশ্চিত করতে হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনার চিন্তা করছে সরকার। আগামী বছর (২০২৫ সাল) থেকে প্রাক্-নিবন্ধনের সময়ই সৌদি অংশে খরচের পুরো টাকা রেখে দেওয়া হতে পারে। অর্থাৎ হজে সৌদি অংশের সমুদয় খরচ দিয়েই প্রাক্-নিবন্ধন করতে হবে। এটি কার্যকর হলে প্যাকেজ মূল্যের ৪ ভাগের ৩ ভাগ দিয়ে হজের নিবন্ধন করতে হবে।

বর্তমানে ৩০ হাজার টাকা দিয়ে হজের প্রাক্-নিবন্ধন করতে হয়। প্যাকেজ ঘোষণার পর এই টাকা সমন্বয় করা হয়। হজ প্যাকেজের বিমানভাড়াই প্রায় দুই লাখ টাকা। এ ছাড়া স্থানীয় সার্ভিস চার্জ, প্রশিক্ষণ ফিসহ আরও ১০-১২ হাজার টাকা বাংলাদেশের খরচ। অর্থাৎ ৬ লাখ টাকার প্যাকেজে অন্তত চার লাখ টাকাই সৌদি অংশে খরচ হয়। সরকার সেই টাকাই প্রাক্-নিবন্ধনকালে জমা নেওয়ার চিন্তা।  

এ প্রসঙ্গে জানতে চাইলে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো প্রায় এক লাখ হজযাত্রীর প্রাক্-নিবন্ধন করা আছে। অথচ তাঁরা নিবন্ধন করছেন না; সে কারণে আমরা সৌদি সরকারকে এবারের প্রকৃত হজযাত্রীর সংখ্যা জানাতে পারছি না। বিষয়টি নিয়ে সৌদি সরকার বিরক্ত। আমরা চিন্তা করছি, আগামী বছর থেকে প্রাক্-নিবন্ধনের সময়ই সৌদি অংশের খরচের টাকা রেখে দেব। অর্থাৎ প্যাকেজের সিংহভাগ টাকাই দেওয়া হয়ে যাবে। চূড়ান্ত নিবন্ধনের সময় বিমানভাড়াসহ প্যাকেজের বাকি টাকা দেবেন হজযাত্রীরা। তাহলে আমরা সৌদি সরকারকে সময়মতো হজযাত্রীর সংখ্যা নিশ্চিত করতে পারব।’

সরকারের এই ভাবনার বিরোধিতা করেছে হাব। সংগঠনটির সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘এতে হজযাত্রী আরও কমবে। প্রাক্-নিবন্ধনের সংখ্যা লাখ থেকে হাজারের ঘরে নেমে আসবে। এ ছাড়া মানুষের এই বিপুল পরিমাণ টাকা কেন মাসের পর মাস সরকার ব্যাংকে রাখবে?’ হজযাত্রীদের বিমানভাড়া অনেক বেশি বলে উল্লেখ করে তিনি তা কমানোর দাবি জানান।

একাধিক এজেন্সির এক মালিক ও সাবেক হাব নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁর এজেন্সিগুলোতে অন্তত এক হাজার হজযাত্রী প্রাক্-নিবন্ধন করেছেন। কিন্তু এ পর্যন্ত মাত্র ২০০ জন চূড়ান্ত নিবন্ধন করেছেন। অনেকে নিবন্ধন বাতিল চেয়েও আবেদন করছেন। জিনিসপত্রের দাম কয়েক গুণ বাড়ায় অনেকে হজ বাবদ সংগৃহীত টাকা ভেঙে বাজার করে খাচ্ছেন। সুতরাং, হজযাত্রী বাড়াতে চাইলে প্যাকেজের খরচ অনেক কমাতে হবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে। না হলে মানুষ হজের সাধ ওমরাহে মেটাবে। তিনি আরও বলেন, একই দূরত্বে ওমরাহে ৬০ থেকে ৮০ হাজার টাকা বিমানভাড়া, অথচ হজে যেতে সেই বাড়া কেন দুই লাখ টাকা দিতে হবে?

শেখর ইন্টারন্যাশনাল এজেন্সির মালিক আবু বকর সিদ্দিক আল আজহারী জানান, করোনা মহামারির কারণে যাঁরা হজ করতে পারেননি, তাঁরা গত বছর হজ করার ব্যাপারে খুবই আশাবাদী ছিলেন। কিন্তু হজ প্যাকেজ অত্যধিক হওয়ায় সিরিয়ালে থাকা প্রাক্-নিবন্ধন করা অনেকেই হজে যেতে চাননি। এ বছরও প্যাকেজের মূল্য বেশি হওয়ায় হজে যাওয়ার আগ্রহ নেই অনেকের। ফলে আগের প্রাক্-নিবন্ধন করা হজযাত্রীদের তুলনায় এ বছর হজে যাওয়ার মূল নিবন্ধন খুবই কম হয়েছে। এর কারণ হিসেবে তিনি অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করেন। তাঁর মতে, প্রাক্-নিবন্ধনের সময় সৌদি অংশের টাকা রেখে দিলে হজযাত্রীর সংখ্যা আরও অনেক কমবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডুপ্লেক্স বাড়ি থেকে পর্যটন স্পট, কী নেই কম্পিউটার অপারেটর নাজমুলের

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

ঢাকার যানজট নিরসনে ৫ কোটির সিগন্যাল ব্যবস্থা, বাস্তবায়নে লাগবে ৬ মাস

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

সীতাকুণ্ডে বাসচাপায় নারী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত