বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে কৃষকেরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। বাজারের চাহিদা বিবেচনায় রেখে একটু বেশি লাভের আশায় সবজিতে স্বপ্ন বুনছেন উপজেলার কৃষকেরা। স্থানীয় কৃষকেরা বলছেন, অল্প পুঁজিতে তুলনামূলক লাভ বেশি হয় বলেই শীতকালীন সবজির আগাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। স্থানীয় কৃষি অফিস বলছে, গত বছরের তুলনায় উপজেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
অগ্রহায়ণের সকালের গায়ে কুয়াশার হালকা প্রলেপ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উপজেলার সর্বত্র শুরু হয়েছে শীতকালীন সবজির আবাদ। আবহাওয়া অনুকূল থাকায় সবজির উৎপাদন ভালো হয়েছে। পাশাপশি বাজারদর ভালো বিধায় লাভবান হবেন চাষি। উপজেলার বিভিন্ন এলাকার মাঠে গেলে দেখা যায়, নতুন ফসল লাগানো, পরিচর্যা ও সংগ্রহের কাজ করছেন কৃষকেরা। একদিকে আগাম জাতের সবজি উঠছে, অন্যদিকে নতুন সবজির চারা রোপণ করা হচ্ছে। কোনো কোনো এলাকায় আগাম মুলা, শিম, কপি, লাউ, কাঁকরোল তোলার ধুম পড়েছে। কাকডাকা ভোরে কোদাল, নিড়ানি, বালতি, স্প্রে মেশিন ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়ছেন কৃষক। সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে জমিতে নিড়ানি, পানি দেওয়া, সার প্রয়োগসহ নানা কাজ। আগাম জাতের এ সবজিগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষক। তাই তাঁদের মনে বইছে উৎসবের আমেজ।
উপজেলার হোসেননগর গ্রামের কৃষক মো. মোসলেম মিয়া বলেন, কম জমিতে অল্প মূলধনে সবজি চাষ করা যায়। পরিশ্রমও তুলনামূলক কম। তবে সেবায় ত্রুটি করা যাবে না। কিন্তু রোগবালাই দমনে সবজিতে কীটনাশক বেশি প্রয়োগ করতে হয়। স্বল্প সময়েই সবজি বিক্রয় উপযোগী হয়ে ওঠে।
দড়িকান্দির কৃষক মো. রমজান মোল্লা বলেন, আগাম জাতের ও মৌসুমি সবজি চাষ করেছি। আগাম সবজি বিক্রি করে ইতিমধ্যে বেশ লাভ হয়েছে।’
গত বছর এই উপজেলায় এক হাজার হেক্টর জমিতে আগাম জাতের বিভিন্ন সবজি চাষ হয়েছে। চলতি মৌসুমে এক হাজার ২০০ থেকে এক ৫০০ হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজিম-উর রউফ খান বলেন, ‘শীতকালীন সবজি চাষের উচ্চফলনশীল নতুন জাত এসেছে। এতে লাভবান হচ্ছেন চাষি। গত বছরের তুলনায় এবার সবজি চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি। চাষ পদ্ধতি, ভালো জাত ও রোগবালাইসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
নরসিংদীর বেলাবতে কৃষকেরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। বাজারের চাহিদা বিবেচনায় রেখে একটু বেশি লাভের আশায় সবজিতে স্বপ্ন বুনছেন উপজেলার কৃষকেরা। স্থানীয় কৃষকেরা বলছেন, অল্প পুঁজিতে তুলনামূলক লাভ বেশি হয় বলেই শীতকালীন সবজির আগাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। স্থানীয় কৃষি অফিস বলছে, গত বছরের তুলনায় উপজেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
অগ্রহায়ণের সকালের গায়ে কুয়াশার হালকা প্রলেপ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উপজেলার সর্বত্র শুরু হয়েছে শীতকালীন সবজির আবাদ। আবহাওয়া অনুকূল থাকায় সবজির উৎপাদন ভালো হয়েছে। পাশাপশি বাজারদর ভালো বিধায় লাভবান হবেন চাষি। উপজেলার বিভিন্ন এলাকার মাঠে গেলে দেখা যায়, নতুন ফসল লাগানো, পরিচর্যা ও সংগ্রহের কাজ করছেন কৃষকেরা। একদিকে আগাম জাতের সবজি উঠছে, অন্যদিকে নতুন সবজির চারা রোপণ করা হচ্ছে। কোনো কোনো এলাকায় আগাম মুলা, শিম, কপি, লাউ, কাঁকরোল তোলার ধুম পড়েছে। কাকডাকা ভোরে কোদাল, নিড়ানি, বালতি, স্প্রে মেশিন ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়ছেন কৃষক। সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে জমিতে নিড়ানি, পানি দেওয়া, সার প্রয়োগসহ নানা কাজ। আগাম জাতের এ সবজিগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষক। তাই তাঁদের মনে বইছে উৎসবের আমেজ।
উপজেলার হোসেননগর গ্রামের কৃষক মো. মোসলেম মিয়া বলেন, কম জমিতে অল্প মূলধনে সবজি চাষ করা যায়। পরিশ্রমও তুলনামূলক কম। তবে সেবায় ত্রুটি করা যাবে না। কিন্তু রোগবালাই দমনে সবজিতে কীটনাশক বেশি প্রয়োগ করতে হয়। স্বল্প সময়েই সবজি বিক্রয় উপযোগী হয়ে ওঠে।
দড়িকান্দির কৃষক মো. রমজান মোল্লা বলেন, আগাম জাতের ও মৌসুমি সবজি চাষ করেছি। আগাম সবজি বিক্রি করে ইতিমধ্যে বেশ লাভ হয়েছে।’
গত বছর এই উপজেলায় এক হাজার হেক্টর জমিতে আগাম জাতের বিভিন্ন সবজি চাষ হয়েছে। চলতি মৌসুমে এক হাজার ২০০ থেকে এক ৫০০ হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজিম-উর রউফ খান বলেন, ‘শীতকালীন সবজি চাষের উচ্চফলনশীল নতুন জাত এসেছে। এতে লাভবান হচ্ছেন চাষি। গত বছরের তুলনায় এবার সবজি চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি। চাষ পদ্ধতি, ভালো জাত ও রোগবালাইসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে