Ajker Patrika

বৈরী সময়ের নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বৈরী সময়ের নতুন গান

যেকোনো বৈরী সময়ে সংগীতশিল্পীরা হাতিয়ার হিসেবে বেছে নেন গানকে। ইতিমধ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সৃষ্টি হয়েছে বেশ কিছু গান। সম্প্রতি প্রকাশ পেল আরও দুটি গান। কাজী নজরুল ইসলামের ‘এই শিকল-পরা ছল’ গানটি নতুন করে গেয়েছেন পাঁচ সংগীতশিল্পী। এ ছাড়া অনি হাসান প্রকাশ করেছেন ‘আমরা বীর’ শিরোনামের গান।

শিরোনামহীন ব্যান্ডের শেখ ইসতিয়াক, ক্রিপটিক ফেইটের সাকিব চৌধুরী, অ্যাভোয়েডরাফার রায়েফ আল হাসান রাফা, সোনার বাংলা সার্কাসের প্রবর রিপন ও পাওয়ার সার্জ ব্যান্ডের জামশেদ চৌধুরী। এই পাঁচ সংগীতশিল্পী নতুন করে গাইলেন শিকল পরা ছল। গানের মাঝে মাঝে প্রত্যেকে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়েও কথা বলেছেন।

এদিকে নিজের জন্মদিনে গত শুক্রবার অনি হাসান তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ‘আমরা বীর’ শিরোনামের গান। আন্দোলনে নিহত হওয়া শিক্ষার্থীদের উৎসর্গ করা হয়েছে গানটি। অনি হাসান বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমরা এই আন্দোলনের শুরু থেকে আমাদের দেশের আপামর জনসাধারণের সঙ্গে আছি। যত দিন এই দেহে প্রাণ আছে, তত দিন আমরা দেশের মানুষের জন্য কথা বলে যাব। গানটি আমাদের শহীদ ভাই-বোনদের উৎসর্গ করছি, যারা এখনো রাজপথে আছে, তাদেরকে এই গানের মাধ্যমে আলোড়িত করার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত