সাদুল্লাপুরে ৮ ইউপির ৭টিতেই নৌকার হার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৮
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৫

ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরের ২১ ইউনিয়নের মধ্যে ১১ ইউপিতে নৌকা, ৫টিতে স্বতন্ত্র (বিএনপি), ৩টিতে (আওয়ামী লীগের বিদ্রোহী), একটিতে জামায়াত এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

গত সোমবার নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এ ছাড়া উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩০ জানুয়ারি রাতে স্থগিত করা হয়।

সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ৪ জন, স্বতন্ত্র ৩ জন (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং ২টিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন ২ নম্বর সুন্দরবন ইউনিয়নে আব্দুল লতিফ, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নে অভিজিৎ বসাক, ৪ নম্বর শেখপুরা ইউনিয়নে মমিনুল ইসলাম, ৫ নম্বর শশরা ইউনিয়নে মকছেদ আলী রানা, ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নে মোস্তফা কামাল, ৭ নম্বর উথরাইল ইউনিয়নে রুহুল আমিন, ৮ নম্বর শংকরপুর ইউনিয়নে আতাউর রহমান, ৯ নম্বর আস্করপুর ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক এবং ১০ নম্বর কমলপুর ইউনিয়নে আহচান হাবিব সরকার।

বিরল উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ৪ জন এবং স্বতন্ত্র (বিএনপি) ২ জন বিজয়ী হন। তাঁরা হলেন ৩ নম্বর ধামইর ইউনিয়নে মোসলেম উদ্দিন, ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নে ওয়াহেদ আলী, ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নে মামুনুর রশিদ মামুন, ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নে নুর ইসলাম, ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নে আবুল কাশেম এবং ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নে আল্লামা আজাদ ইকবাল।

ঘোড়াঘাট উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ২ জন, স্বতন্ত্র (জামায়াত) একজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নে সদের আলী, ২ নম্বর পালশা ইউনিয়নে কবিরুল ইসলাম, ৩ নম্বর সিংড়া ইউনিয়নে সাজ্জাদ হোসেন এবং ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নে আসাদুজ্জামান ভুট্টু।

বীরগঞ্জ উপজেলার ২ ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী একজন এবং স্বতন্ত্র (বিএনপি) একজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নে মতিয়ার রহমান মতি এবং ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নে আনিসুর রহমান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত