মিঠাপুকুর প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠান যেন শিক্ষার্থীদের কাছে ভয়ের জায়গা না হয় তা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাংসদ এইচ এন আশিকুর রহমান।
গতকাল শনিবার মিঠাপুকুরে শিক্ষা উপকরণ ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ আহ্বান জানান। উপজেলা প্রশাসন স্থানীয় বেগম রোকেয়া অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের ১০ ছাত্রীকে একটি করে বাইসাইকেল এবং ১৫ শিক্ষার্থীকে ৬ হাজার করে নগদ টাকা দেওয়া হয়। এ ছাড়া উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট , ফুটবল ও ক্যারাম বোর্ড খেলার সরঞ্জাম বিতরণ করা হয়।
সাংসদ আশিকুর বলেন, শিক্ষকেরা হলেন সুন্দর শিক্ষাপ্রতিষ্ঠান ও অসাধারণ নাগরিক গড়ে তোলার কারিগর। শিক্ষাপ্রতিষ্ঠান যেন ভয়ের জায়গা না হয়। শিক্ষার্থীরা যাতে আনন্দ, উৎসবমুখর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, স্কুল-কলেজে সেই পরিবেশ গড়ে তোলা দরকার।
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তুলতে হবে এবং আর এ কাজটি শিক্ষকদের করতে হবে বলে মত দেন আশিকুর রহমান।
সাংসদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সন্তানদের শিক্ষা গ্রহণ ও জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছেন। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়া এবং অসচ্ছল ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ।
শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। এতে আরও বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সহসভাপতি রেহানা আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভিক্টর, শঠিবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুল ইসলাম ও শিক্ষার্থী বৈশাখী মিনজি।
শিক্ষাপ্রতিষ্ঠান যেন শিক্ষার্থীদের কাছে ভয়ের জায়গা না হয় তা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাংসদ এইচ এন আশিকুর রহমান।
গতকাল শনিবার মিঠাপুকুরে শিক্ষা উপকরণ ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ আহ্বান জানান। উপজেলা প্রশাসন স্থানীয় বেগম রোকেয়া অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের ১০ ছাত্রীকে একটি করে বাইসাইকেল এবং ১৫ শিক্ষার্থীকে ৬ হাজার করে নগদ টাকা দেওয়া হয়। এ ছাড়া উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট , ফুটবল ও ক্যারাম বোর্ড খেলার সরঞ্জাম বিতরণ করা হয়।
সাংসদ আশিকুর বলেন, শিক্ষকেরা হলেন সুন্দর শিক্ষাপ্রতিষ্ঠান ও অসাধারণ নাগরিক গড়ে তোলার কারিগর। শিক্ষাপ্রতিষ্ঠান যেন ভয়ের জায়গা না হয়। শিক্ষার্থীরা যাতে আনন্দ, উৎসবমুখর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, স্কুল-কলেজে সেই পরিবেশ গড়ে তোলা দরকার।
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তুলতে হবে এবং আর এ কাজটি শিক্ষকদের করতে হবে বলে মত দেন আশিকুর রহমান।
সাংসদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সন্তানদের শিক্ষা গ্রহণ ও জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছেন। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়া এবং অসচ্ছল ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ।
শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। এতে আরও বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সহসভাপতি রেহানা আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভিক্টর, শঠিবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুল ইসলাম ও শিক্ষার্থী বৈশাখী মিনজি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে