জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে অবৈধভাবে রাতের আঁধারে বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র। উপজেলা প্রশাসনের অভিযানে সাময়িকভাবে বন্ধ থাকলেও থামছে না বালু উত্তোলন। এতে হুমকির মুখে পড়ছে বাড়ি-ঘর ও ফসলি জমি।
তবে স্থানীয় প্রশাসন বিষয়টি জানে না বলে দাবি করেছে। বালু উত্তোলনের ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জামালগঞ্জ উপজেলা প্রশাসন।
জানা গেছে, সংঘবদ্ধ চক্রটি উপজেলার ফেঁনারবাক ইউনিয়ন এলাকার আলীপুর ও সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রাম এলাকায় রাতের আঁধারে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। স্থানীয় বাসিন্দারা বালু উত্তোলনের প্রতিবাদ করলেও কার্যক্রম বন্ধ হচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, রামনগর এলাকায় সুরমা নদীর অব্যাহত ভাঙনের ফলে নদীতীরবর্তী গ্রামগুলোর বসতভিটাসহ, ফসলি জমি ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানেও ভাঙন অব্যাহত রয়েছে। এদিকে চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের অজুহাত দেখিয়ে মাটি ও বালু উত্তোলন করছে। বসতভিটা ও বিভিন্ন আবাসিক প্রকল্পের মালিকদের কাছে তাঁরা এই বালু ও মাটি বিক্রি করে আসছেন।
আলিপুর গ্রামের বাসিন্দা মো. ইকবাল বলেন, ‘সুরমা নদীর ভাঙনে এমনিতেই আমরা আতঙ্কে আছি। এরই মধ্যে আবার ড্রেজার দিয়ে নিয়মিত তোলা হচ্ছে বালু ও মাটি। এভাবে বালু তোলায় আমাদের বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়ছে।’
রামনগর গ্রামের বাসিন্দা মো. বাদশা মিয়া বলেন, ‘ড্রেজার দিয়ে অবৈধভাবে সুরমা নদী থেকে মাটি উত্তোলন করার ফলে আমাদের গ্রাম হুমকির মুখে পড়েছে। এমনিতেই আমাদের এলাকা ভাঙনকবলিত।’
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আমি এই মাত্র জানলাম। যদি কেউ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে অবৈধভাবে রাতের আঁধারে বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র। উপজেলা প্রশাসনের অভিযানে সাময়িকভাবে বন্ধ থাকলেও থামছে না বালু উত্তোলন। এতে হুমকির মুখে পড়ছে বাড়ি-ঘর ও ফসলি জমি।
তবে স্থানীয় প্রশাসন বিষয়টি জানে না বলে দাবি করেছে। বালু উত্তোলনের ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জামালগঞ্জ উপজেলা প্রশাসন।
জানা গেছে, সংঘবদ্ধ চক্রটি উপজেলার ফেঁনারবাক ইউনিয়ন এলাকার আলীপুর ও সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রাম এলাকায় রাতের আঁধারে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। স্থানীয় বাসিন্দারা বালু উত্তোলনের প্রতিবাদ করলেও কার্যক্রম বন্ধ হচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, রামনগর এলাকায় সুরমা নদীর অব্যাহত ভাঙনের ফলে নদীতীরবর্তী গ্রামগুলোর বসতভিটাসহ, ফসলি জমি ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানেও ভাঙন অব্যাহত রয়েছে। এদিকে চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের অজুহাত দেখিয়ে মাটি ও বালু উত্তোলন করছে। বসতভিটা ও বিভিন্ন আবাসিক প্রকল্পের মালিকদের কাছে তাঁরা এই বালু ও মাটি বিক্রি করে আসছেন।
আলিপুর গ্রামের বাসিন্দা মো. ইকবাল বলেন, ‘সুরমা নদীর ভাঙনে এমনিতেই আমরা আতঙ্কে আছি। এরই মধ্যে আবার ড্রেজার দিয়ে নিয়মিত তোলা হচ্ছে বালু ও মাটি। এভাবে বালু তোলায় আমাদের বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়ছে।’
রামনগর গ্রামের বাসিন্দা মো. বাদশা মিয়া বলেন, ‘ড্রেজার দিয়ে অবৈধভাবে সুরমা নদী থেকে মাটি উত্তোলন করার ফলে আমাদের গ্রাম হুমকির মুখে পড়েছে। এমনিতেই আমাদের এলাকা ভাঙনকবলিত।’
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আমি এই মাত্র জানলাম। যদি কেউ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে