Ajker Patrika

হাজারীবাগের চামড়াপণ্য: বেচাকেনা ছাড়াল ৬০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাজারীবাগের চামড়াপণ্য: বেচাকেনা ছাড়াল ৬০ কোটি টাকা

রাজধানীর হাজারীবাগে চামড়াজাত পণ্য তৈরি করে উদ্যোক্তারা বছরে প্রায় ৬০ কোটি টাকা লেনদেন করছেন। এই এলাকায় চার শতাধিক দোকান, শোরুম ও কারখানায় চামড়াজাত পণ্য তৈরি করে বিক্রি করছেন তাঁরা। বেল্ট, ওয়ালেট, জুতা, ব্যাগসহ নানা পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছেন।

এসএমই ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে সরিয়ে নেওয়ার পরও ট্যানারি মোড়, লেদার কলেজ, হাজারীবাগ বাজার, ধানমন্ডি ১৫ নম্বর গলি ও তার আশপাশে গড়ে উঠছে চামড়াজাত পণ্যের বাজার। তাঁরা বাটা, অ্যাপেক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করে পণ্য সরবরাহ ও রপ্তানিও করেন। সব মিলিয়ে এসএমই ফাউন্ডেশন ঘোষিত হাজারীবাগ ক্লাস্টার থেকে বছরে ৬০ কোটি টাকার পণ্য বিক্রি করা হয়।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হাজারীবাগ ক্লাস্টার সরেজমিন পরিদর্শন করে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেছি। আমরা ওই ক্লাস্টারের উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তা করে যাচ্ছি। এখন হাজারীবাগে ক্লাস্টার নতুন রূপে জেগে উঠছে। উদ্যোক্তারা বিভিন্ন ধরনের চামড়াজাত পণ্য উৎপাদন করে বিদেশেও রপ্তানি করছেন। তাঁদের উন্নয়নে আমরা নতুন পদক্ষেপ গ্রহণ করেছি।’

হাজারীবাগের চামড়া শিল্পের উন্নয়নে সমজাতীয় ক্লাস্টারের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা, বহুমুখী পণ্য ও নতুন বাজার সম্পর্কে ধারণা অর্জন ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়াসহ এসএমই ফাউন্ডেশন নানা কার্যক্রম হাতে নিয়েছে। ক্লাস্টারের উদ্যোক্তাদের নেপাল এক্সপো-২০২২-এ অংশগ্রহণে ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতা করেছে। ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কার্যক্রমের আওতায় ক্লাস্টারের ২২ জন উদ্যোক্তাকে প্রায় ১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত