মোহাম্মদ আসাদুজ্জামান, গাজীপুর
গাজীপুরে ফেলে দেওয়া প্লাস্টিক ও টাইলস ব্যবহার করে টেকসই সড়ক নির্মাণের পরীক্ষামূলক কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর সম্ভাব্যতা যাচাই করতে ইতিমধ্যে ১০০ মিটার সড়ক নির্মাণ করেছে তারা। নির্মিত সড়ক আগামী এক বছর পর্যবেক্ষণ করা হবে। পরিবেশদূষণ রোধ ও নির্মাণ ব্যয় কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এলজিইডির গাজীপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, দেশে বিপুল পরিমাণ প্লাস্টিক ও টাইলস পরিত্যক্ত হয়। এতে পরিবেশদূষণ বাড়ছে। বিটুমিনের সাশ্রয় এবং সড়কের স্থায়িত্ব বাড়াতে দেশে সড়ক নির্মাণে প্লাস্টিক ও টাইলসের গুঁড়া ব্যবহারের বিষয়টি নিয়ে গবেষণা হয়েছে। এর অংশ হিসেবে সড়ক নির্মাণে ইটের খোয়ার বদলে ফেলে দেওয়া টাইলসের গুঁড়া ও কার্যক্ষমতা বাড়ানোর জন্য বিটুমিনের সঙ্গে পরিত্যক্ত প্লাস্টিক গলিয়ে ব্যবহার করা হয়েছে।
জানা গেছে, দেশে প্রথমবারের মতো গাজীপুর সদর উপজেলার পিরুজালী সড়কঘাটা এলাকায় ১০০ মিটার গ্রামীণ সড়ক নির্মাণে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগে দেশে কোথাও সড়ক নির্মাণে এসব উপাদান ব্যবহারের কথা জানা যায়নি।
এলজিইডির গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘গাজীপুর একটি শিল্প সমৃদ্ধ জেলা। এখানে টাইলস, পানি ও কোমলপানীয় উৎপাদনকারী অনেক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব কারখানায় প্রতিবছর বিপুল পরিমাণ টাইলস, প্লাস্টিকের বোতল নষ্ট হয়, যা তারা ফেলে দিয়ে পরিবেশের দূষণ করে। সারা দেশে মানুষ নিজেরাও পলিথিন ও প্লাস্টিকের বোতল ব্যবহারের পর ফেলে দিয়ে থাকে। ফেলে দেওয়া এসব টাইলস ও প্লাস্টিকসামগ্রী পুনরায় ব্যবহার করলে পরিবেশদূষণ কমানো সম্ভব। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নির্মাণ ব্যয় সাশ্রয় হবে।’
নির্বাহী প্রকৌশলী জানান, পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহার করে প্লাস্টিকের আঠালো বৈশিষ্ট্যের কারণে বিটুমিন কমিয়ে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ইটের খোয়ার বদলে ফেলে দেওয়া ভাঙা টাইলসের খোয়া মেশানো হয়েছে। এ প্রযুক্তিতে পরীক্ষামূলকভাবে সড়ক নির্মাণে ১০০ মিটার অংশ পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। এটি ল্যাবরেটরিতে অধিকতর পরীক্ষা করে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। গাজীপুর সদর উপজেলার সড়কঘাটা এলাকায় ১০০ মিটার গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে।
প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘এই প্রযুক্তিতে ১০০ কেজি বিটুমিনের মধ্যে ৯১ শতাংশ বিটুমিন ও ৯ শতাংশ প্লাস্টিক গলিয়ে মেশানো হয়েছে। সড়কটি নির্মাণে সাব-বেজ অংশে ইটের খোয়ার পরিবর্তে ফেলে দেওয়া টাইলসের খোয়া মেশানো হয়েছে। অর্থাৎ, আগে যেখানে ১০০ কেজি বিটুমিন লাগত, সেখানে ৯১ কেজি বিটুমিন ও ৯ কেজি প্লাস্টিকের মিশ্রণ নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়েছে। যেভাবে কার্পেটিং করা হতো, সেভাবেই মিশ্রণটি সড়কের কার্পেটিংয়ে প্রয়োগ করা হয়েছে। এভাবে বিটুমিনের কার্যক্ষমতা সর্বোচ্চ পাওয়া যায়। পরীক্ষামূলক প্রক্রিয়াটি দেশে প্রথম গাজীপুরের সড়কেই প্রয়োগ করা হলো।’
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে আমাদের প্রতিবেশী দেশ ভারতে হাজার হাজার কিলোমিটার হাইওয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। আমরাও বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষায় এসব জিনিস অধিকতর ব্যবহার করা যায় কি না, তা দেখব। এভাবে সড়ক নির্মাণে পরিবেশদূষণ কমবে এবং নির্মাণ ব্যয় হ্রাস পাবে।’
গাজীপুরে ফেলে দেওয়া প্লাস্টিক ও টাইলস ব্যবহার করে টেকসই সড়ক নির্মাণের পরীক্ষামূলক কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর সম্ভাব্যতা যাচাই করতে ইতিমধ্যে ১০০ মিটার সড়ক নির্মাণ করেছে তারা। নির্মিত সড়ক আগামী এক বছর পর্যবেক্ষণ করা হবে। পরিবেশদূষণ রোধ ও নির্মাণ ব্যয় কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এলজিইডির গাজীপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, দেশে বিপুল পরিমাণ প্লাস্টিক ও টাইলস পরিত্যক্ত হয়। এতে পরিবেশদূষণ বাড়ছে। বিটুমিনের সাশ্রয় এবং সড়কের স্থায়িত্ব বাড়াতে দেশে সড়ক নির্মাণে প্লাস্টিক ও টাইলসের গুঁড়া ব্যবহারের বিষয়টি নিয়ে গবেষণা হয়েছে। এর অংশ হিসেবে সড়ক নির্মাণে ইটের খোয়ার বদলে ফেলে দেওয়া টাইলসের গুঁড়া ও কার্যক্ষমতা বাড়ানোর জন্য বিটুমিনের সঙ্গে পরিত্যক্ত প্লাস্টিক গলিয়ে ব্যবহার করা হয়েছে।
জানা গেছে, দেশে প্রথমবারের মতো গাজীপুর সদর উপজেলার পিরুজালী সড়কঘাটা এলাকায় ১০০ মিটার গ্রামীণ সড়ক নির্মাণে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর আগে দেশে কোথাও সড়ক নির্মাণে এসব উপাদান ব্যবহারের কথা জানা যায়নি।
এলজিইডির গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘গাজীপুর একটি শিল্প সমৃদ্ধ জেলা। এখানে টাইলস, পানি ও কোমলপানীয় উৎপাদনকারী অনেক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব কারখানায় প্রতিবছর বিপুল পরিমাণ টাইলস, প্লাস্টিকের বোতল নষ্ট হয়, যা তারা ফেলে দিয়ে পরিবেশের দূষণ করে। সারা দেশে মানুষ নিজেরাও পলিথিন ও প্লাস্টিকের বোতল ব্যবহারের পর ফেলে দিয়ে থাকে। ফেলে দেওয়া এসব টাইলস ও প্লাস্টিকসামগ্রী পুনরায় ব্যবহার করলে পরিবেশদূষণ কমানো সম্ভব। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নির্মাণ ব্যয় সাশ্রয় হবে।’
নির্বাহী প্রকৌশলী জানান, পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহার করে প্লাস্টিকের আঠালো বৈশিষ্ট্যের কারণে বিটুমিন কমিয়ে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ইটের খোয়ার বদলে ফেলে দেওয়া ভাঙা টাইলসের খোয়া মেশানো হয়েছে। এ প্রযুক্তিতে পরীক্ষামূলকভাবে সড়ক নির্মাণে ১০০ মিটার অংশ পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। এটি ল্যাবরেটরিতে অধিকতর পরীক্ষা করে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। গাজীপুর সদর উপজেলার সড়কঘাটা এলাকায় ১০০ মিটার গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে।
প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘এই প্রযুক্তিতে ১০০ কেজি বিটুমিনের মধ্যে ৯১ শতাংশ বিটুমিন ও ৯ শতাংশ প্লাস্টিক গলিয়ে মেশানো হয়েছে। সড়কটি নির্মাণে সাব-বেজ অংশে ইটের খোয়ার পরিবর্তে ফেলে দেওয়া টাইলসের খোয়া মেশানো হয়েছে। অর্থাৎ, আগে যেখানে ১০০ কেজি বিটুমিন লাগত, সেখানে ৯১ কেজি বিটুমিন ও ৯ কেজি প্লাস্টিকের মিশ্রণ নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়েছে। যেভাবে কার্পেটিং করা হতো, সেভাবেই মিশ্রণটি সড়কের কার্পেটিংয়ে প্রয়োগ করা হয়েছে। এভাবে বিটুমিনের কার্যক্ষমতা সর্বোচ্চ পাওয়া যায়। পরীক্ষামূলক প্রক্রিয়াটি দেশে প্রথম গাজীপুরের সড়কেই প্রয়োগ করা হলো।’
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে আমাদের প্রতিবেশী দেশ ভারতে হাজার হাজার কিলোমিটার হাইওয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। আমরাও বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষায় এসব জিনিস অধিকতর ব্যবহার করা যায় কি না, তা দেখব। এভাবে সড়ক নির্মাণে পরিবেশদূষণ কমবে এবং নির্মাণ ব্যয় হ্রাস পাবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে