বিনোদন প্রতিবেদক, ঢাকা
কলকাতায় আজীবন সম্মাননা পেলেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। ৪ জুন টেলিসিনে অ্যাওয়ার্ডের ২০তম আসরে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
আফজাল হোসেন এখন আছেন কলকাতায়। সেখান থেকে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। খুবই ভালো লাগছে। যেকোনো প্রাপ্তিই তো আনন্দের। তাই নিশ্চিতভাবেই এই প্রাপ্তি আমার জন্য খুব আনন্দের বিষয়। কলকাতার সিনেমা, নাটক, সাহিত্য—সবই আমরা দেখি, পড়ি। কিন্তু আমাদের নাটক, সিনেমা, সাহিত্য সেভাবে কলকাতায় পৌঁছায় না। এটা দুঃখজনক।
তবে, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে কলকাতার দর্শক ঢাকার নাটক দেখছেন এবং আমাদের শিল্পীদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আমার ধারণা, কলকাতায় কাজের ব্যাপ্তি বাড়লে ঢাকার শিল্পীদেরও ব্যস্ততা বাড়ত, কাজের ব্যাপ্তি বাড়ত। কেননা, আমাদের ভাষা এক। সংস্কৃতিওর ভীষণ মিল রয়েছে। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের দেখা হয়, কথা হয়, ভাবের আদান-প্রধান হয়। সম্পর্কের উন্নয়ন হয়, এটাও ভালো লাগার বিষয়।’
সম্প্রতি আফজাল হোসেন শেষ করেছেন তাঁর পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। এ ছাড়া তিনি অভিনয় করেছেন ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে নির্মিত সৈয়দ সালাহউদ্দিন জাকীর পরিচালনায় ‘অপরাজেয়’ সিনেমায়। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন দীপা খন্দকার। এছাড়া হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং শেষ করেছেন আফজাল। এতে তাঁর সঙ্গে আছেন রোকেয়া প্রাচী।
কলকাতায় আজীবন সম্মাননা পেলেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। ৪ জুন টেলিসিনে অ্যাওয়ার্ডের ২০তম আসরে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
আফজাল হোসেন এখন আছেন কলকাতায়। সেখান থেকে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। খুবই ভালো লাগছে। যেকোনো প্রাপ্তিই তো আনন্দের। তাই নিশ্চিতভাবেই এই প্রাপ্তি আমার জন্য খুব আনন্দের বিষয়। কলকাতার সিনেমা, নাটক, সাহিত্য—সবই আমরা দেখি, পড়ি। কিন্তু আমাদের নাটক, সিনেমা, সাহিত্য সেভাবে কলকাতায় পৌঁছায় না। এটা দুঃখজনক।
তবে, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে কলকাতার দর্শক ঢাকার নাটক দেখছেন এবং আমাদের শিল্পীদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আমার ধারণা, কলকাতায় কাজের ব্যাপ্তি বাড়লে ঢাকার শিল্পীদেরও ব্যস্ততা বাড়ত, কাজের ব্যাপ্তি বাড়ত। কেননা, আমাদের ভাষা এক। সংস্কৃতিওর ভীষণ মিল রয়েছে। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের দেখা হয়, কথা হয়, ভাবের আদান-প্রধান হয়। সম্পর্কের উন্নয়ন হয়, এটাও ভালো লাগার বিষয়।’
সম্প্রতি আফজাল হোসেন শেষ করেছেন তাঁর পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। এ ছাড়া তিনি অভিনয় করেছেন ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে নির্মিত সৈয়দ সালাহউদ্দিন জাকীর পরিচালনায় ‘অপরাজেয়’ সিনেমায়। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন দীপা খন্দকার। এছাড়া হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং শেষ করেছেন আফজাল। এতে তাঁর সঙ্গে আছেন রোকেয়া প্রাচী।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে