নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম নগরীর সব বাজার পলিথিন মুক্ত করার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল বুধবার দুপুরে নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী ভবনে বাজার কমিটির নেতাদের নিয়ে আয়োজিত এক সভায় মেয়র এই ঘোষণা দেন।
রেজাউল করিম চৌধুরী বলেন, ১৫ ফেব্রুয়ারির পর চট্টগ্রাম নগরের কোনো বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। এর আগে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার কমিটির উদ্যোগে মাইকিং, পোস্টার, ফেস্টুন, ব্যানার, লিফলেটসহ সকল ধরণের প্রচার চালানো হবে। ১০ ফেব্রুয়ারির পর থেকে চসিকের ম্যাজিস্ট্রেটরা বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের নির্দেশনা ও সতর্ক করবেন। ১৫ ফেব্রুয়ারি থেকে বাজারে যাঁদের কাছে পলিথিন পাওয়া যাবে তাঁদের জরিমানাসহ শাস্তির ব্যবস্থা করা হবে।
মেয়র বলেন, পলিথিনের কারণে জলাবদ্ধতা থেকে নগরীকে রক্ষা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ব্যবহৃত পলিথিন কর্ণফুলী নদীর তলদেশে জমাট হয়ে ৮ ফুটের বেশি শক্ত স্তর তৈরি করেছে, ফলে নদী ড্রেজিংয়ের সময় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। নেদারল্যান্ড থেকে অত্যাধুনিক ড্রেজিং মেশিন এনেও নদীর পুরু পলিথিন স্তর ভেদ করে ড্রেজিং করা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই কর্ণফুলী নাব্য হারিয়ে মরা নদীতে পরিণত হবে। আর কর্ণফুলীর পানি প্রবাহ বন্ধ হয়ে গেলে চট্টগ্রাম বন্দর কার্যকারিতা হারাবে। তাই এই অবস্থায় পরিবেশের ক্যানসার স্বরূপ পলিথিন ব্যবহার বন্ধ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।
করপোরেশনের পরিবেশ স্ট্যান্ডিং কমিটির সভাপতি শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, পাহাড়তলী বাজার সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম, ফইল্ল্যাতলী বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ফকিরহাট বাজার দোকান মালিক সমিতি এম এ আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, নতুন বাজার কমিটির সভাপতি মো. আব্দুল লতিফ, ফিরিঙ্গীবাজার বাজার কমিটির সভাপতি মো. আনসার উদ্দিন।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, ইতিপূর্বে চসিকের উদ্যোগে পরীক্ষামূলকভাবে কাজীর দেউড়ি, চকবাজার ও কর্ণফুলী মার্কেট শতভাগ পলিথিনমুক্ত করা হয়েছে। এ কাজ করতে গিয়ে ব্যবসায়ীদের যে সহযোগিতা পাওয়া গেছে তা অভিনন্দনযোগ্য।
প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন বলেন, পলিথিনের জন্য নগরীতে জলাবদ্ধতা বাড়ছে। এতে পরিবেশের দূষণ ও মাটির গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। তিনি পলিথিন বন্ধে সহযোগিতা করতে ব্যবসায়ী নেতৃবৃন্দদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ফইল্ল্যাতলী বাজারে সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, পলিথিন যেখানে উৎপাদন হয় সে সব কারখানা ও বিক্রির আড়তগুলো থেকে উৎপাদন ও বিপনন বন্ধে উদ্যোগ নিতে হবে।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম নগরীর সব বাজার পলিথিন মুক্ত করার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল বুধবার দুপুরে নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী ভবনে বাজার কমিটির নেতাদের নিয়ে আয়োজিত এক সভায় মেয়র এই ঘোষণা দেন।
রেজাউল করিম চৌধুরী বলেন, ১৫ ফেব্রুয়ারির পর চট্টগ্রাম নগরের কোনো বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। এর আগে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার কমিটির উদ্যোগে মাইকিং, পোস্টার, ফেস্টুন, ব্যানার, লিফলেটসহ সকল ধরণের প্রচার চালানো হবে। ১০ ফেব্রুয়ারির পর থেকে চসিকের ম্যাজিস্ট্রেটরা বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের নির্দেশনা ও সতর্ক করবেন। ১৫ ফেব্রুয়ারি থেকে বাজারে যাঁদের কাছে পলিথিন পাওয়া যাবে তাঁদের জরিমানাসহ শাস্তির ব্যবস্থা করা হবে।
মেয়র বলেন, পলিথিনের কারণে জলাবদ্ধতা থেকে নগরীকে রক্ষা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ব্যবহৃত পলিথিন কর্ণফুলী নদীর তলদেশে জমাট হয়ে ৮ ফুটের বেশি শক্ত স্তর তৈরি করেছে, ফলে নদী ড্রেজিংয়ের সময় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। নেদারল্যান্ড থেকে অত্যাধুনিক ড্রেজিং মেশিন এনেও নদীর পুরু পলিথিন স্তর ভেদ করে ড্রেজিং করা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই কর্ণফুলী নাব্য হারিয়ে মরা নদীতে পরিণত হবে। আর কর্ণফুলীর পানি প্রবাহ বন্ধ হয়ে গেলে চট্টগ্রাম বন্দর কার্যকারিতা হারাবে। তাই এই অবস্থায় পরিবেশের ক্যানসার স্বরূপ পলিথিন ব্যবহার বন্ধ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।
করপোরেশনের পরিবেশ স্ট্যান্ডিং কমিটির সভাপতি শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, পাহাড়তলী বাজার সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম, ফইল্ল্যাতলী বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ফকিরহাট বাজার দোকান মালিক সমিতি এম এ আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, নতুন বাজার কমিটির সভাপতি মো. আব্দুল লতিফ, ফিরিঙ্গীবাজার বাজার কমিটির সভাপতি মো. আনসার উদ্দিন।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, ইতিপূর্বে চসিকের উদ্যোগে পরীক্ষামূলকভাবে কাজীর দেউড়ি, চকবাজার ও কর্ণফুলী মার্কেট শতভাগ পলিথিনমুক্ত করা হয়েছে। এ কাজ করতে গিয়ে ব্যবসায়ীদের যে সহযোগিতা পাওয়া গেছে তা অভিনন্দনযোগ্য।
প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন বলেন, পলিথিনের জন্য নগরীতে জলাবদ্ধতা বাড়ছে। এতে পরিবেশের দূষণ ও মাটির গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। তিনি পলিথিন বন্ধে সহযোগিতা করতে ব্যবসায়ী নেতৃবৃন্দদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ফইল্ল্যাতলী বাজারে সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, পলিথিন যেখানে উৎপাদন হয় সে সব কারখানা ও বিক্রির আড়তগুলো থেকে উৎপাদন ও বিপনন বন্ধে উদ্যোগ নিতে হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে