Ajker Patrika

গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহে স্থানান্তর

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ১৫
গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহে স্থানান্তর

ধনবাড়ীর সাত ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এ সময় বানিয়াজান ইউপির বানিয়াজান কেন্দ্রে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বেলা ১১টার দিকে ওই ইউপির নৌকার প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার ফটিক ও স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম তালুকদারের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

এতে দুই গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে নৌকার প্রার্থী রফিকের কর্মী মো. সুজল (৫২) ও মো. আব্দুল হামিদ (৫০) গুরুতর আহত হন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

এ ব্যাপারে রফিকুল ইসলাম তালুকদার ফটিক বলেন, আমার কর্মীর ওপর স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা হামলা চালায়। আহত কর্মীদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত