আরও দুই ব্যক্তি ফিরে পেলেন টাকা-অলংকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৯
Thumbnail image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের ডেটাবেইস ব্যবহার করে আরও দুই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী হারানো টাকা ও মূল্যবান স্বর্ণালংকার ফেরত পেয়েছেন। এক ব্যাংক কর্মকর্তা ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া ১ লাখ ৬০ হাজার টাকা। অপর দিকে এক বরযাত্রী ফিরে যান বিয়ের স্বর্ণালংকার। গতকাল শনিবার বিষয়টি সিএমপি সূত্র বিষয়টি জানিয়েছে।

সিএমপি জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার শাহাদৎ হুসেন রাসেল বলেন, গত ৩১ জানুয়ারি অটোরিকশায় করে আগ্রাবাদের কর্মস্থলে যান সত্যজিৎ চৌধুরী নামের এক ব্যাংক কর্মকর্তা। তিনি ভুল করে সেখানে ১ লাখ ৬২ হাজার টাকা ফেলে নেমে পড়েন। একটি কাগজের ব্যাগে রাখা ছিল টাকাগুলো। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি জিডি হয়।

শাহাদৎ হুসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪০-৫০টি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ প্রথমে অটোরিকশাকে শনাক্ত করা হয়। পরে ‘আমার গাড়ি নিরাপদ’ ডেটাবেইস ব্যবহার করে ওই চালকের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। পরে টাকাগুলো উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়। এ ছাড়া গত ১১ ফেব্রুয়ারি রাতে মুরাদপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় দীলিপ বড়ুয়া নামে এক যাত্রী উপহারের স্বর্ণালংকার অটোরিকশায় ফেলে আসেন। পরে ওই তিনি মুরাদপুরে দায়িত্বরত টিআই এম ইস্রাফিল মজুমদারকে অবহিত করেন। এ সময় ওই পুলিশ কর্মকর্তা ‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমের ডেটাবেইসের মাধ্যমে ‘হ্যালো সিএমপি’ অ্যাপস ব্যবহার করে চালক ও সিএনজির তথ্য সংগ্রহ করেন।

পরে চালকের কাছ থেকে হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত