ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের কাজ করেও শ্রমিকেরা মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে তাঁরা ৩২ দিন ধরে কাজ করেছেন উপকারভোগীরা। সপ্তাহান্তে মজুরি দেওয়ার কথা থাকলেও গতকাল সোমবার পর্যন্ত কেউ মজুরি পাননি। প্রকল্পের সুবিধাভোগী দরিদ্র শ্রমিকেরা বলছেন, টাকা না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিনযাপন করছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে কর্মসৃজন প্রকল্পের ২ হাজার ৩৬০ জন শ্রমিক রয়েছেন। গত ২৬ নভেম্বর এ প্রকল্পের কাজ শুরু হয়ে বর্তমানে চলমান রয়েছে। এসব শ্রমিক বিভিন্ন সড়ক, মাঠ, মসজিদ, মন্দির ও পুকুর সংস্কারে মাটি কাটার কাজ করছেন। কিন্তু কাজ শুরুর ৩২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো শ্রমিকই মজুরির টাকা পাননি। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে তাঁদের এ টাকা পাওয়ার কথা। মজুরি হিসেবে শ্রমিকদের দলনেতা দৈনিক ৪৫০ টাকা আর প্রত্যেক সাধারণ শ্রমিক পাবেন ৪০০ টাকা।
ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের প্রকল্পের শ্রমিক মজিয়া বেগম বলেন, ‘হামরা গরিব মানুষ। হাতে কামাই করি। পেটে খাই। ম্যালা দিন থাকি কামাই করি টাকা পাই না। মেম্বার, চেয়ারম্যান আগোত হামাক কইছে প্রতি সপ্তাহে টাকা পাইমেন। এ্যালা খালি কামাই করি, টাকা তো দেয় না। টাকা না পায়া হামরা খুব কষ্টে পড়ি গেইছি বাহে।’
ফুলবাড়ী উপজেলার নওদাবশ গ্ৰামের আমেনা বেগম নামের এক শ্রমিক বলেন, তাঁর স্বামী অসুস্থ। তাই স্বামীর বদলে এ প্রকল্পে তিনি মাটি কাটার কাজ করছেন। মজুরির টাকা না পেয়ে স্বামীর চিকিৎসার ও সংসারের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে।
ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্রমিক সাইফুর রহমান বলেন, ‘হামার দলোত ২৯ জন মিলি কাজ করি। ৩২ দিন থাকি রাস্তায় মাটি কাটছি। হামার সর্দার কয় মোবাইলোত টাকা আইসপে। বারেবারে মোবাইল দেখি, টাকা তো আইসে না। ধারদেনা করিয়া খুব কষ্টে আছি। টাকাটা পাইলে খুব উপকার হইল হয়।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত বলেন, ‘ইতিমধ্যে আমরা কর্মসৃজনের সুবিধাভোগী শ্রমিকদের ২০ দিনের বিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি। আশা করছি, শ্রমিকেরা দ্রুত তাঁদের প্রাপ্য মজুরি পেয়ে যাবেন।’
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের কাজ করেও শ্রমিকেরা মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে তাঁরা ৩২ দিন ধরে কাজ করেছেন উপকারভোগীরা। সপ্তাহান্তে মজুরি দেওয়ার কথা থাকলেও গতকাল সোমবার পর্যন্ত কেউ মজুরি পাননি। প্রকল্পের সুবিধাভোগী দরিদ্র শ্রমিকেরা বলছেন, টাকা না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিনযাপন করছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে কর্মসৃজন প্রকল্পের ২ হাজার ৩৬০ জন শ্রমিক রয়েছেন। গত ২৬ নভেম্বর এ প্রকল্পের কাজ শুরু হয়ে বর্তমানে চলমান রয়েছে। এসব শ্রমিক বিভিন্ন সড়ক, মাঠ, মসজিদ, মন্দির ও পুকুর সংস্কারে মাটি কাটার কাজ করছেন। কিন্তু কাজ শুরুর ৩২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো শ্রমিকই মজুরির টাকা পাননি। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে তাঁদের এ টাকা পাওয়ার কথা। মজুরি হিসেবে শ্রমিকদের দলনেতা দৈনিক ৪৫০ টাকা আর প্রত্যেক সাধারণ শ্রমিক পাবেন ৪০০ টাকা।
ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের প্রকল্পের শ্রমিক মজিয়া বেগম বলেন, ‘হামরা গরিব মানুষ। হাতে কামাই করি। পেটে খাই। ম্যালা দিন থাকি কামাই করি টাকা পাই না। মেম্বার, চেয়ারম্যান আগোত হামাক কইছে প্রতি সপ্তাহে টাকা পাইমেন। এ্যালা খালি কামাই করি, টাকা তো দেয় না। টাকা না পায়া হামরা খুব কষ্টে পড়ি গেইছি বাহে।’
ফুলবাড়ী উপজেলার নওদাবশ গ্ৰামের আমেনা বেগম নামের এক শ্রমিক বলেন, তাঁর স্বামী অসুস্থ। তাই স্বামীর বদলে এ প্রকল্পে তিনি মাটি কাটার কাজ করছেন। মজুরির টাকা না পেয়ে স্বামীর চিকিৎসার ও সংসারের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে।
ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্রমিক সাইফুর রহমান বলেন, ‘হামার দলোত ২৯ জন মিলি কাজ করি। ৩২ দিন থাকি রাস্তায় মাটি কাটছি। হামার সর্দার কয় মোবাইলোত টাকা আইসপে। বারেবারে মোবাইল দেখি, টাকা তো আইসে না। ধারদেনা করিয়া খুব কষ্টে আছি। টাকাটা পাইলে খুব উপকার হইল হয়।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত বলেন, ‘ইতিমধ্যে আমরা কর্মসৃজনের সুবিধাভোগী শ্রমিকদের ২০ দিনের বিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি। আশা করছি, শ্রমিকেরা দ্রুত তাঁদের প্রাপ্য মজুরি পেয়ে যাবেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে