সিলেট প্রতিনিধি
করোনার সংক্রমণ ঠেকাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করছে সিলেট স্বাস্থ্য বিভাগ।
বিমানবন্দরে আসা যাত্রীদের প্রাথমিকভাবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে করোনা আছে কি না তা শনাক্ত করা হবে।
আজ রোববার করোনাবিষয়ক জেলা সমন্বয় কমিটির সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশ-বিদেশের হাজারো মানুষ প্রতিদিন এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করে থাকেন। বিশেষ করে যুক্তরাজ্য ও আরব আমিরাতের দুবাই থেকে এখানে সরাসরি ফ্লাইট চলাচল করে। কিন্তু ওসমানীতে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট’ চালু নেই। বিভিন্ন কারণে এই টেস্ট চালুর বিষয়টি আটকে আছে।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, ‘আমাদের সব প্রস্তুতি আছে টেস্ট শুরু করার। তবে এখানে স্বাস্থ্য বিভাগ, সিভিল অ্যাভিয়েশন, বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রশাসন সবার সমন্বয় প্রয়োজন। কারণ, টেস্টে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদের ব্যবস্থাপনার বিষয় আছে। যাঁরা দেশে আসছেন, তাঁদের যে বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মুখোমুখি হতে হবে, সেটাও আগেভাগে প্রতিটি এয়ারলাইনসের মাধ্যমে জানাতে হবে।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওসমানী বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কেউ পজিটিভ হলে তাঁকে পাঠানো হবে খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে। সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে তাঁকে। শুধু তাই নয়, বিদেশ থেকে আসা কোনো যাত্রীর যদি টিকা না নেওয়া থাকে এবং তাঁর শরীরে জ্বর, সর্দি বা করোনার কোনো উপসর্গ থাকলে, তাঁকেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।
যাঁদের দুই ডোজ টিকা নেওয়া আছে, শরীরে করোনার কোনো উপসর্গ নেই এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁরা নিজ নিজ গন্তব্যে চলে যেতে পারবেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওসমানী বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরিচালনার জন্য সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনীরের নেতৃত্বে টিম প্রস্তুত করা হয়েছে।
তিনি ওসমানী বিমানবন্দরে স্বাস্থ্য টিমের প্রধান। টেস্টের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রয়োজনীয় কিটও বিমানবন্দরে পাঠানো হয়েছে।
সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ওসমানী বিমানবন্দরে স্বাস্থ্য টিমের প্রধান আহমদ সিরাজুম মুনীর বলেন, ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরুর সব প্রস্তুতি আমাদের রয়েছে। কিন্তু এ বিষয়ে মাল্টিসেক্টরাল কোঅর্ডিনেশন প্রয়োজন।
কারণ, কেউ টেস্টে পজিটিভ হলে তার ব্যবস্থাপনা কীভাবে হবে, ট্রান্সপোর্টেশন কীভাবে করা হবে প্রভৃতি কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি। এ বিষয়ে জেলা পর্যায়ের দায়িত্বশীল টিম কাজ করছে।’
আহমদ সিরাজুম মুনীর আরও বলেন, এখন যেসব যাত্রী আসছেন তাঁদের আরটিপিসিআর পরীক্ষার সনদ এবং করোনার টিকার সনদ যাচাই করা হচ্ছে।
করোনার সংক্রমণ ঠেকাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করছে সিলেট স্বাস্থ্য বিভাগ।
বিমানবন্দরে আসা যাত্রীদের প্রাথমিকভাবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে করোনা আছে কি না তা শনাক্ত করা হবে।
আজ রোববার করোনাবিষয়ক জেলা সমন্বয় কমিটির সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশ-বিদেশের হাজারো মানুষ প্রতিদিন এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করে থাকেন। বিশেষ করে যুক্তরাজ্য ও আরব আমিরাতের দুবাই থেকে এখানে সরাসরি ফ্লাইট চলাচল করে। কিন্তু ওসমানীতে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট’ চালু নেই। বিভিন্ন কারণে এই টেস্ট চালুর বিষয়টি আটকে আছে।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, ‘আমাদের সব প্রস্তুতি আছে টেস্ট শুরু করার। তবে এখানে স্বাস্থ্য বিভাগ, সিভিল অ্যাভিয়েশন, বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রশাসন সবার সমন্বয় প্রয়োজন। কারণ, টেস্টে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদের ব্যবস্থাপনার বিষয় আছে। যাঁরা দেশে আসছেন, তাঁদের যে বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মুখোমুখি হতে হবে, সেটাও আগেভাগে প্রতিটি এয়ারলাইনসের মাধ্যমে জানাতে হবে।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওসমানী বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কেউ পজিটিভ হলে তাঁকে পাঠানো হবে খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে। সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে তাঁকে। শুধু তাই নয়, বিদেশ থেকে আসা কোনো যাত্রীর যদি টিকা না নেওয়া থাকে এবং তাঁর শরীরে জ্বর, সর্দি বা করোনার কোনো উপসর্গ থাকলে, তাঁকেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।
যাঁদের দুই ডোজ টিকা নেওয়া আছে, শরীরে করোনার কোনো উপসর্গ নেই এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁরা নিজ নিজ গন্তব্যে চলে যেতে পারবেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওসমানী বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরিচালনার জন্য সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনীরের নেতৃত্বে টিম প্রস্তুত করা হয়েছে।
তিনি ওসমানী বিমানবন্দরে স্বাস্থ্য টিমের প্রধান। টেস্টের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রয়োজনীয় কিটও বিমানবন্দরে পাঠানো হয়েছে।
সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ওসমানী বিমানবন্দরে স্বাস্থ্য টিমের প্রধান আহমদ সিরাজুম মুনীর বলেন, ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরুর সব প্রস্তুতি আমাদের রয়েছে। কিন্তু এ বিষয়ে মাল্টিসেক্টরাল কোঅর্ডিনেশন প্রয়োজন।
কারণ, কেউ টেস্টে পজিটিভ হলে তার ব্যবস্থাপনা কীভাবে হবে, ট্রান্সপোর্টেশন কীভাবে করা হবে প্রভৃতি কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি। এ বিষয়ে জেলা পর্যায়ের দায়িত্বশীল টিম কাজ করছে।’
আহমদ সিরাজুম মুনীর আরও বলেন, এখন যেসব যাত্রী আসছেন তাঁদের আরটিপিসিআর পরীক্ষার সনদ এবং করোনার টিকার সনদ যাচাই করা হচ্ছে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে