Ajker Patrika

তিস্তার পানি বিপৎসীমার নিচে বন্যা পরিস্থিতির উন্নতি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২২, ১৬: ১৪
তিস্তার পানি বিপৎসীমার নিচে বন্যা পরিস্থিতির উন্নতি

নীলফামারীর ডিমলায় তিস্তার পানিপ্রবাহ বিপৎসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। গতকাল বুধবার দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার। যা বিপৎসীমার চেয়ে ১০ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার রাত থেকে কমতে শুরু করে তিস্তার পানিপ্রবাহ। গতকাল বুধবার সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও দুপুর ১২টায় আরও কমে গিয়ে ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানিপ্রবাহ রেকর্ড করা হয়।

এর আগে গত সপ্তাহে পানিপ্রবাহ কয়েক দফা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার অতিক্রম করে। এতে উপজেলার ৫ ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দী এসব পরিবার কেউ কেউ বাঁধের ওপর আশ্রয় নেয়।

খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান কেন্জুল বলেন, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো অনেক পরিবার পানিবন্দী অবস্থায় আছে। মানুষজনের দুর্ভোগ বেড়ে গেছে। নিম্ন আয়ের লোকজনের কাজ না থাকায় তাঁরা বিপাকে পড়েছেন। গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘পানিবন্দী পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রতি মুহূর্তে বন্যা পরিস্থিতির খোঁজখবর নেওয়া অব্যাহত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত