কাপড়ের ভাঁজে মিলল ২০ কেজি গাঁজা

উত্তরা প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ৪৭
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৯

থান কাপড়ের ভাঁজে ভাঁজে গাঁজা নিয়ে অভিনব কৌশলে মাদক পাচারের সময় একটি চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মাদক পাচার চক্রের মূল হোতা রুবেল (৩৬) ও জাহিদ (২৫)।

উত্তরার র‍্যাব-১ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১-এর সিপিসি-৩ (রূপগঞ্জ)-এর লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব। তিনি জানান, গতকাল দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কাপড়ের থানের ভাঁজের মধ্য থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জাহিদ ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেবনগর ধর্মঘর গ্রামের রুবেল।

মির্জা শাহেদ মাহতাব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। চক্রটি ৫-৭ বছর ধরে নানা কৌশলে মাদক পাচর করে আসছিল। তারা হবিগঞ্জ থেকে এসব গাঁজা সংগ্রহ করে কাপড়ের ভাঁজে লুকিয়ে ঢাকায় নিয়ে আসত। এমনকি পথিমধ্যে বাস পাল্টিয়ে ফেলত যাতে করে ধরা না পড়ে। চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত