Ajker Patrika

এইচএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থী

রংপুর প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১২: ৩৮
এইচএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থী

দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এবার রংপুর বিভাগে ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই পরীক্ষা ২০৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

রংপুর জেলার ৪০টি কেন্দ্রে পরীক্ষা দেবে ২৪ হাজার ৫৭০ জন শিক্ষার্থী।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রংপুর বিভাগের ৮ জেলার ৬৭০টি কলেজ থেকে শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৭৭, মানবিক বিভাগে ৭৭ হাজার ৩৯৩ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ হাজার ২২৫ জন পরীক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৫৭ হাজার ৬৯৯ জন ছাত্র এবং ৫৮ হাজার ৯৬ জন ছাত্রী।

এবার নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ১ লাখ ৫ হাজার ৯১ জন, জিপিএ উন্নয়ন করার জন্য ১৩৭ জন ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ১০ হাজার ৫৬৭ জন পরীক্ষায় অংশ নেবে।

গাইবান্ধার ৩০টি কেন্দ্রে ১৬ হাজার ৭৭২ জন, নীলফামারীর ২৪টি কেন্দ্রে ১৩ হাজার ৩০৭ জন, কুড়িগ্রামের ২৪টি কেন্দ্রে ১২ হাজার ৯৯৮ জন ও লালমনিরহাটের ১১টি কেন্দ্রে ৭ হাজার ৮৮৬ জন পরীক্ষা দেবে।

এ ছাড়া দিনাজপুরের ৪২টি কেন্দ্রে ২২ হাজার ৭১৮ জন, ঠাকুরগাঁওয়ের ২০টি কেন্দ্রে ১০ হাজার ৩২৯ জন ও পঞ্চগড় জেলার ১২টি কেন্দ্রে ৭ হাজার ২৩৫ জনের পরীক্ষার্থীয় অংশ নেওয়ার কথা রয়েছে।

উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর জানান, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত