নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভালো মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজশাহীর একটি সমবায় সমিতি সাধারণ মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করেছিল শতকোটি টাকা। সেই টাকা আবার বিনিয়োগ করা হয়েছিল বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপে (এমটিএফই)। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক অ্যাপটি বন্ধ হওয়ার পর রাজশাহীর ‘ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির’ শতকোটি টাকা গচ্চা গেছে।
এই ঘটনার পর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ উধাও হয়েছেন। এখন মুনাফা তো দূরের কথা, আসল টাকাই ফেরত পাবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন গ্রাহকেরা।
সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম আহমেদ (সুজন) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা। শামীমের সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই সুমন এবং তাঁদের বাবা সাদিকুল ইসলাম। নগরীর মহিষবাথান এলাকায় নিজেদের বাড়িতে এর কার্যালয় ছিল। এক যুগ ধরেই ঋণ কার্যক্রম চালাতেন তাঁরা। অন্তত সাড়ে ৯ হাজার সদস্য রয়েছেন এ সমিতির। তাঁদের মধ্যে অধিকাংশই টাকা বিনিয়োগ করেছিলেন। বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, সব মিলিয়ে অন্তত ১০০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে সমিতির সদস্যদের।
এই সমিতির সদস্যরা বলছেন, সম্প্রতি এমটিএফই অ্যাপের কথা বলে ১৪ শতাংশ মুনাফা দেওয়ার নাম করে আমানত সংগ্রহ শুরু করেন শামীম আহমেদ। এ ছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নেন। সব অর্থই এমটিএফইতে বিনিয়োগ করেন তিনি। এমটিএফই অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও নেই। কারণ, এই অর্থ ফেরত আনার ব্যাপারে সরকারের পক্ষ থেকেই কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি সরকারের কোনো প্রতিষ্ঠান এর দায়ও নিচ্ছে না।
এই পরিস্থিতিতে গত শুক্রবার বিকেলে শামীম আহমেদের বাড়ি ঘেরাও করেন গ্রাহকেরা। সমিতির সদস্য আকলিমা বেগম জানান, তিনি নিজে, তাঁর শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা মিলে প্রায় ৬৫ লাখ টাকা সমিতিতে বিনিয়োগ করেছিলেন। ওই সময় শামীম বলেছিলেন, ব্যাংকে রাখলে ১ লাখ টাকায় যে অর্থ পাওয়া যাবে, তার চেয়ে দ্বিগুণ অর্থ মিলবে সমবায় সমিতিতে।
জালিলা বেগম নামের এক নারী বলেন, ‘আমি জমি বিক্রি করে ৫০ লাখ টাকা দিয়েছি সমবায় সমিতিতে। কিন্তু লাভ তো দূরের কথা, এখন আর টাকা ফেরত পাচ্ছি না।’ সারেদা বেগম নামের আরেক নারী বলেন, ‘আমি ভিক্ষা করে ১৫ হাজার টাকা এই সমিতিতে জমিয়েছি। এখন আমার শেষ সম্বলটাও চলে গেল।’
জানতে চাইলে নগরীর ৫ ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান কামরু বলেন, ‘প্রতারণার শিকার ভুক্তভোগীরা এসেছিলেন আমার কাছে। আমি শামীম আহমেদের বাবা ও ভাইকে ডেকে পাঠিয়েছিলাম। তাঁরা টাকা দ্রুত ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু শামীম আহমেদ পলাতক রয়েছেন।’
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘টাকা নিয়ে সমবায় সমিতি পালিয়ে যাওয়ার কারণে বাড়ি ঘেরাও করে একটা বিক্ষোভ হয়েছে, এ রকম শুনেছি। ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভালো মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজশাহীর একটি সমবায় সমিতি সাধারণ মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করেছিল শতকোটি টাকা। সেই টাকা আবার বিনিয়োগ করা হয়েছিল বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপে (এমটিএফই)। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক অ্যাপটি বন্ধ হওয়ার পর রাজশাহীর ‘ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির’ শতকোটি টাকা গচ্চা গেছে।
এই ঘটনার পর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ উধাও হয়েছেন। এখন মুনাফা তো দূরের কথা, আসল টাকাই ফেরত পাবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন গ্রাহকেরা।
সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম আহমেদ (সুজন) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা। শামীমের সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই সুমন এবং তাঁদের বাবা সাদিকুল ইসলাম। নগরীর মহিষবাথান এলাকায় নিজেদের বাড়িতে এর কার্যালয় ছিল। এক যুগ ধরেই ঋণ কার্যক্রম চালাতেন তাঁরা। অন্তত সাড়ে ৯ হাজার সদস্য রয়েছেন এ সমিতির। তাঁদের মধ্যে অধিকাংশই টাকা বিনিয়োগ করেছিলেন। বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, সব মিলিয়ে অন্তত ১০০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে সমিতির সদস্যদের।
এই সমিতির সদস্যরা বলছেন, সম্প্রতি এমটিএফই অ্যাপের কথা বলে ১৪ শতাংশ মুনাফা দেওয়ার নাম করে আমানত সংগ্রহ শুরু করেন শামীম আহমেদ। এ ছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নেন। সব অর্থই এমটিএফইতে বিনিয়োগ করেন তিনি। এমটিএফই অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও নেই। কারণ, এই অর্থ ফেরত আনার ব্যাপারে সরকারের পক্ষ থেকেই কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি সরকারের কোনো প্রতিষ্ঠান এর দায়ও নিচ্ছে না।
এই পরিস্থিতিতে গত শুক্রবার বিকেলে শামীম আহমেদের বাড়ি ঘেরাও করেন গ্রাহকেরা। সমিতির সদস্য আকলিমা বেগম জানান, তিনি নিজে, তাঁর শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা মিলে প্রায় ৬৫ লাখ টাকা সমিতিতে বিনিয়োগ করেছিলেন। ওই সময় শামীম বলেছিলেন, ব্যাংকে রাখলে ১ লাখ টাকায় যে অর্থ পাওয়া যাবে, তার চেয়ে দ্বিগুণ অর্থ মিলবে সমবায় সমিতিতে।
জালিলা বেগম নামের এক নারী বলেন, ‘আমি জমি বিক্রি করে ৫০ লাখ টাকা দিয়েছি সমবায় সমিতিতে। কিন্তু লাভ তো দূরের কথা, এখন আর টাকা ফেরত পাচ্ছি না।’ সারেদা বেগম নামের আরেক নারী বলেন, ‘আমি ভিক্ষা করে ১৫ হাজার টাকা এই সমিতিতে জমিয়েছি। এখন আমার শেষ সম্বলটাও চলে গেল।’
জানতে চাইলে নগরীর ৫ ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান কামরু বলেন, ‘প্রতারণার শিকার ভুক্তভোগীরা এসেছিলেন আমার কাছে। আমি শামীম আহমেদের বাবা ও ভাইকে ডেকে পাঠিয়েছিলাম। তাঁরা টাকা দ্রুত ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু শামীম আহমেদ পলাতক রয়েছেন।’
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘টাকা নিয়ে সমবায় সমিতি পালিয়ে যাওয়ার কারণে বাড়ি ঘেরাও করে একটা বিক্ষোভ হয়েছে, এ রকম শুনেছি। ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে