Ajker Patrika

সমবয়সীর সঙ্গে খেলতে গিয়ে শিশু নিখোঁজ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৩: ৪০
সমবয়সীর সঙ্গে খেলতে গিয়ে শিশু নিখোঁজ

নরসিংদীর রায়পুরার মরজাল মধ্যপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে সায়াদ (৪) গত ৩ দিন ধরে নিখোঁজ। গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে পাশের বাড়ির এক সমবয়সীর সঙ্গে খেলতে বের হওয়ার পর পাওয়া যাচ্ছে না সায়াদকে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সায়াদের পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের দাবি, শত্রুতার জেরে শিশুটি গুম হয়ে থাকতে পারে। অন্যদিকে পুলিশ বলছে শিশুটিকে খুঁজে পেতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সায়াদের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টার দিকে এক প্রতিবেশীর মেয়ের সঙ্গে খেলতে যায় সায়াদ। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তাঁদের দাবি, ওই প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তাঁদের সম্প্রতি একটি বিষয়ে বিরোধ হয়। সেই বিরোধের জেরে সায়াদকে গুম করা হয়েছে।

শিশুর দাদি রোকেয়া বেগম বলেন, ‘নাতিকে দ্রুত ফেরত চাই।’

মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। গত বৃহস্পতিবার এলাকায় শিশুটির সন্ধান চেয়ে মাইকিং করা হয়েছে।’

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, গতকাল শনিবার বিকেল পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে পুলিশি কর্মতৎপরতা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত