তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
মৌসুমি ফল আম সাধারণত চাঁপাইনবাবগঞ্জের বাজারে ওঠে জ্যৈষ্ঠের মাঝামাঝি। ভাদ্রে শেষ হয় আমের মৌসুম। তবে এবার জেলার কানসাট আমবাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। প্রতিদিন বাজারে আসছে সুমিষ্ট আশ্বিনা আম; তবে সরবরাহ কম। এ কারণে প্রতি মণ আম বিক্রি হচ্ছে ১২ হাজার থেকে ১৩ হাজার টাকায়। আমের দাম বেশি পেয়ে খুশি বাগানমালিক ও চাষিরা।
গত শনিবার দুপুরে কানসাট বাজারে দেখা গেছে, ছয় ভ্যান আম বিক্রির জন্য আনা হয়েছে। ক্রেতা কম থাকায় বিক্রির জন্য অপেক্ষা করছিলেন বিক্রেতারা। গোমস্তাপুর উপজেলার আমচাষি আকবর হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, মৌসুমের শুরুতে আশ্বিনা আমের ন্যায্যমূল্য পাওয়া যায় না। এতে ক্ষতির মুখে পড়তে হয়। ক্ষতি থেকে বাঁচতে কৃষি বিভাগের পরামর্শে আমের মৌসুম দীর্ঘ করা অর্থাৎ শেষ দিকে বিক্রির পরিকল্পনা থাকে।
মৌসুম দীর্ঘ করার প্রক্রিয়া সম্পর্কে আকবর হোসেন জানান, প্রথমে যে সময় গাছে মুকুল আসে, সেই মুকুল ভেঙে ফেলে দেওয়া হয়। এরপর আবারও পরিচর্যা করা হয় গাছের। ফলে দ্বিতীয়বার যে মুকুল আসে, সেগুলো যত্নসহকারে পরিচর্যা করা হয়। এ মুকুল থেকে হওয়া আম কার্তিক মাস পর্যন্ত গাছে থাকে।
কানসাট বাজারে আসা আরেক আমচাষি ও শিবগঞ্জ উপজেলার ধাইনগরের বাসিন্দা আশরাফুল হক বলেন, লোকসান ঠেকাতে মৌসুম শেষে আম উৎপাদন করে লাভবান হচ্ছেন তাঁরা। প্রতিমণ আম বিক্রি করছেন ১২ হাজার থেকে ১৩ হাজার টাকায়। তবে বৃষ্টিতে কিছু আম নষ্ট হচ্ছে, আবার ক্রেতাও কম। ক্রেতা থাকলে অন্তত ১৫ হাজার টাকা মণ দরে আম বিক্রি করা যেত।
কানসাট আম আড়তদার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু বলেন, কানসাট বাজারে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আম উঠবে। এখনো অনেক বাগানে প্রচুর আশ্বিনা আম আছে। দাম ভালো পাওয়ায় চাষিরা মৌসুম দীর্ঘ করার পদ্ধতি অবলম্বন করছেন।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার বলেন, সব চাষি একসঙ্গে বাজারে আশ্বিনা আম নিয়ে এলে সরবরাহ বেশি থাকে। তখন কৃষক দাম পান না। দাম পেতে তাঁদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে মৌসুম দীর্ঘ করার জন্য মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হয়। পরামর্শ অনুযায়ী বাগান পরিচর্যা করায় আমের মৌসুম দীর্ঘ হচ্ছে এবং চাষিরা ভালো দাম পাচ্ছেন।
মৌসুমি ফল আম সাধারণত চাঁপাইনবাবগঞ্জের বাজারে ওঠে জ্যৈষ্ঠের মাঝামাঝি। ভাদ্রে শেষ হয় আমের মৌসুম। তবে এবার জেলার কানসাট আমবাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। প্রতিদিন বাজারে আসছে সুমিষ্ট আশ্বিনা আম; তবে সরবরাহ কম। এ কারণে প্রতি মণ আম বিক্রি হচ্ছে ১২ হাজার থেকে ১৩ হাজার টাকায়। আমের দাম বেশি পেয়ে খুশি বাগানমালিক ও চাষিরা।
গত শনিবার দুপুরে কানসাট বাজারে দেখা গেছে, ছয় ভ্যান আম বিক্রির জন্য আনা হয়েছে। ক্রেতা কম থাকায় বিক্রির জন্য অপেক্ষা করছিলেন বিক্রেতারা। গোমস্তাপুর উপজেলার আমচাষি আকবর হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, মৌসুমের শুরুতে আশ্বিনা আমের ন্যায্যমূল্য পাওয়া যায় না। এতে ক্ষতির মুখে পড়তে হয়। ক্ষতি থেকে বাঁচতে কৃষি বিভাগের পরামর্শে আমের মৌসুম দীর্ঘ করা অর্থাৎ শেষ দিকে বিক্রির পরিকল্পনা থাকে।
মৌসুম দীর্ঘ করার প্রক্রিয়া সম্পর্কে আকবর হোসেন জানান, প্রথমে যে সময় গাছে মুকুল আসে, সেই মুকুল ভেঙে ফেলে দেওয়া হয়। এরপর আবারও পরিচর্যা করা হয় গাছের। ফলে দ্বিতীয়বার যে মুকুল আসে, সেগুলো যত্নসহকারে পরিচর্যা করা হয়। এ মুকুল থেকে হওয়া আম কার্তিক মাস পর্যন্ত গাছে থাকে।
কানসাট বাজারে আসা আরেক আমচাষি ও শিবগঞ্জ উপজেলার ধাইনগরের বাসিন্দা আশরাফুল হক বলেন, লোকসান ঠেকাতে মৌসুম শেষে আম উৎপাদন করে লাভবান হচ্ছেন তাঁরা। প্রতিমণ আম বিক্রি করছেন ১২ হাজার থেকে ১৩ হাজার টাকায়। তবে বৃষ্টিতে কিছু আম নষ্ট হচ্ছে, আবার ক্রেতাও কম। ক্রেতা থাকলে অন্তত ১৫ হাজার টাকা মণ দরে আম বিক্রি করা যেত।
কানসাট আম আড়তদার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু বলেন, কানসাট বাজারে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আম উঠবে। এখনো অনেক বাগানে প্রচুর আশ্বিনা আম আছে। দাম ভালো পাওয়ায় চাষিরা মৌসুম দীর্ঘ করার পদ্ধতি অবলম্বন করছেন।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার বলেন, সব চাষি একসঙ্গে বাজারে আশ্বিনা আম নিয়ে এলে সরবরাহ বেশি থাকে। তখন কৃষক দাম পান না। দাম পেতে তাঁদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে মৌসুম দীর্ঘ করার জন্য মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হয়। পরামর্শ অনুযায়ী বাগান পরিচর্যা করায় আমের মৌসুম দীর্ঘ হচ্ছে এবং চাষিরা ভালো দাম পাচ্ছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪