রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয়ের মাঠ বাঁচাতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক আনোয়ার গাজি বলেন, ‘স্কুলের মাঠটির সঙ্গে একটি মসজিদ, কবরস্থান ও মাদ্রাসা সংযুক্ত রয়েছে। মাঠের মধ্যে ভবনটি নির্মিত হলে মাঠটি আর অবশিষ্ট থাকবে না। এ ক্ষেত্রে শিক্ষার্থী ও এলাকাবাসী খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হবে। শিশুরা পড়ালেখা শিখলেও তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। এ কারণে আমরা চাই, প্রয়োজনে সকলে মিলে টাকা দিয়ে বিদ্যালয়ের নামে পুরোনো ভবনের পাশের দুই শতাংশ জমি কিনে দেব। তবু মাঠটি যেন বেঁচে থাকে। ওই স্থানে ভবন হলে সব প্রতিষ্ঠানই মাঠটি ব্যবহার করতে পারবে।’
শিক্ষার্থী জাবেদ হোসেন, আবদুর রহমান, সুমন হোসেন, সাব্বির হোসেন বলে, ‘আমাদের খেলাধুলার জন্য বাড়ি বা এলাকায় কোনো মাঠ নেই। এটি দখল করে ভবন নির্মাণ করলে আমাদের আর খেলার জায়গা থাকবে না। মাঠ যেমন আমাদের, তেমনি ভবনটিও আমাদের জন্যই। তাই স্যারদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি যেন মাঠটি বাঁচিয়ে রেখেই বিকল্প স্থানে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।’
পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহছেন হোসেন বলেন, ‘তাদের দাবিটি যৌক্তিক। আমরা বিদ্যালয়ের পাশের একখণ্ড জমি নেওয়ার চেষ্টা করছি। জমিটি না হলে মাঠের অনেক অংশ নিয়েই ভবনটি করতে হবে। ভবন করতে হলে এ ক্ষেত্রে হয়তো কোনো বিকল্প পথ আমাদের থাকবে না।’
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিব উল্লা মিয়া বলেন, ‘স্থান সংকটের কারণে মাঠের একটি অংশের মধ্যে ভবনটি নির্মাণ করতে হচ্ছে। মাঠ বাঁচাতে গেলে নতুন ভবন করা সম্ভব হবে না। আমরাও চেষ্টা করছি, মাঠটি যতটুকু সম্ভব বাঁচিয়ে রাখতে।’
ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান আজকের পত্রিকাকে আরও বলেন, ‘প্রায় এক মাস আগে আমি এ এলাকার দায়িত্ব পেয়েছি। বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানা নেই। তবে ভবন করার জায়গা থাকলে কোনোমতেই মাঠ নষ্ট করা হবে না। স্থান সংকটে ভবনটি পাশে না বাড়িয়ে ওপরের দিকে বাড়ানোর কথাবার্তা চলছে।’
লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয়ের মাঠ বাঁচাতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক আনোয়ার গাজি বলেন, ‘স্কুলের মাঠটির সঙ্গে একটি মসজিদ, কবরস্থান ও মাদ্রাসা সংযুক্ত রয়েছে। মাঠের মধ্যে ভবনটি নির্মিত হলে মাঠটি আর অবশিষ্ট থাকবে না। এ ক্ষেত্রে শিক্ষার্থী ও এলাকাবাসী খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হবে। শিশুরা পড়ালেখা শিখলেও তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। এ কারণে আমরা চাই, প্রয়োজনে সকলে মিলে টাকা দিয়ে বিদ্যালয়ের নামে পুরোনো ভবনের পাশের দুই শতাংশ জমি কিনে দেব। তবু মাঠটি যেন বেঁচে থাকে। ওই স্থানে ভবন হলে সব প্রতিষ্ঠানই মাঠটি ব্যবহার করতে পারবে।’
শিক্ষার্থী জাবেদ হোসেন, আবদুর রহমান, সুমন হোসেন, সাব্বির হোসেন বলে, ‘আমাদের খেলাধুলার জন্য বাড়ি বা এলাকায় কোনো মাঠ নেই। এটি দখল করে ভবন নির্মাণ করলে আমাদের আর খেলার জায়গা থাকবে না। মাঠ যেমন আমাদের, তেমনি ভবনটিও আমাদের জন্যই। তাই স্যারদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি যেন মাঠটি বাঁচিয়ে রেখেই বিকল্প স্থানে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।’
পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহছেন হোসেন বলেন, ‘তাদের দাবিটি যৌক্তিক। আমরা বিদ্যালয়ের পাশের একখণ্ড জমি নেওয়ার চেষ্টা করছি। জমিটি না হলে মাঠের অনেক অংশ নিয়েই ভবনটি করতে হবে। ভবন করতে হলে এ ক্ষেত্রে হয়তো কোনো বিকল্প পথ আমাদের থাকবে না।’
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিব উল্লা মিয়া বলেন, ‘স্থান সংকটের কারণে মাঠের একটি অংশের মধ্যে ভবনটি নির্মাণ করতে হচ্ছে। মাঠ বাঁচাতে গেলে নতুন ভবন করা সম্ভব হবে না। আমরাও চেষ্টা করছি, মাঠটি যতটুকু সম্ভব বাঁচিয়ে রাখতে।’
ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান আজকের পত্রিকাকে আরও বলেন, ‘প্রায় এক মাস আগে আমি এ এলাকার দায়িত্ব পেয়েছি। বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানা নেই। তবে ভবন করার জায়গা থাকলে কোনোমতেই মাঠ নষ্ট করা হবে না। স্থান সংকটে ভবনটি পাশে না বাড়িয়ে ওপরের দিকে বাড়ানোর কথাবার্তা চলছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে