Ajker Patrika

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১: ১৫
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

সারা দেশের মতো পাবনা, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে গতকাল মলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে একাত্তরের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধ-নমিত রাখা হয়। বিভিন্ন মসজিদে কোরআনখানি ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ প্রমুখ।

পাবনার ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান। বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল প্রমুখ।

নাটোরের গুরুদাসপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১০টার সময় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। সকাল ৭টার সময় বীর মুক্তিযোদ্ধারা উপজেলার উত্তর নাড়ীবাড়ি বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. আব্দুল কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলার জিমনেসিয়াম কক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

নাটোরের লালপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী।

নওগাঁর মান্দায় আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক।

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা হয়।

আলোচনা সভায় ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা ভূমি কর্মকর্তা সিব্বির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাপলা খাতুন, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা প্রমুখ। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও ভোলাহাট থেকেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার খবর পাঠিয়েছেন আজকের পত্রিকার প্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত