আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের ঘিওরে ইছামতী নদীতে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে নদীর দুই পাড়ে ভাঙন দেখা দিয়েছে। অনেক বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
জানা যায়, আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাটের সুযোগে দীর্ঘদিন ধরে ব্যক্তিমালিকানার বসতবাড়ি ও দোকানপাট ভরাট করে চক্রটি। বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে চাপা ক্ষোভ।
সরেজমিন উপজেলার বড়টিয়া ইউনিয়নের করজনা বাজারের পাশে দেখা গেছে, ইছামতীর শাখানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছেন উপজেলা যুবলীগের সাবেক নেতা ও ব্যবসায়ী মো. শামিম শিকদার। তাঁর মালিকানাধীন চারটি ডাম্প ট্রাকে বড়টিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে মাটি বহন করা হয়। অবাধে মাটিবাহী ট্রাক চলাচলে বড়টিয়া বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনের ফলে করজনা বাজারে প্রবেশপথের পাকা ব্রিজ, বাজার, একটি স্কুল, অর্ধশত বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক কৃষক বলেন, ড্রেজার বসিয়ে ইচ্ছেমতো নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে গর্তের সৃষ্টি হওয়ায় করজনা সেতুসহ নদীর তীরবর্তী শত শত বিঘা আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে।
স্থানীয় সাইদ হোসেন, মোতালেব মিয়া ও ছালাম মিয়া জানান, এভাবে বালু উত্তোলন করা হলে তাঁদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হবে।
ব্যবসায়ী শামিম শিকদার বলেন, ‘আবাসনের মাটি ভরাটের কাজ করছি। তবে অল্পস্বল্প মাটি আশপাশে বিক্রি করছি। তা না হলে আমরা চলব কী করে।’
বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক মোল্লা রওশন বলেন, ‘ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের ফলে স্থানীয় বাসিন্দাদের বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের হুমকির মধ্যে পড়েছে। বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’
ইউএনও হামিদুর রহমান বলেন, ‘ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। শামীম শিকদারকে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও তিনি মাটি উত্তোলন করলে আজই খোঁজ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
মানিকগঞ্জের ঘিওরে ইছামতী নদীতে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে নদীর দুই পাড়ে ভাঙন দেখা দিয়েছে। অনেক বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
জানা যায়, আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাটের সুযোগে দীর্ঘদিন ধরে ব্যক্তিমালিকানার বসতবাড়ি ও দোকানপাট ভরাট করে চক্রটি। বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে চাপা ক্ষোভ।
সরেজমিন উপজেলার বড়টিয়া ইউনিয়নের করজনা বাজারের পাশে দেখা গেছে, ইছামতীর শাখানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছেন উপজেলা যুবলীগের সাবেক নেতা ও ব্যবসায়ী মো. শামিম শিকদার। তাঁর মালিকানাধীন চারটি ডাম্প ট্রাকে বড়টিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে মাটি বহন করা হয়। অবাধে মাটিবাহী ট্রাক চলাচলে বড়টিয়া বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনের ফলে করজনা বাজারে প্রবেশপথের পাকা ব্রিজ, বাজার, একটি স্কুল, অর্ধশত বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক কৃষক বলেন, ড্রেজার বসিয়ে ইচ্ছেমতো নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে গর্তের সৃষ্টি হওয়ায় করজনা সেতুসহ নদীর তীরবর্তী শত শত বিঘা আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে।
স্থানীয় সাইদ হোসেন, মোতালেব মিয়া ও ছালাম মিয়া জানান, এভাবে বালু উত্তোলন করা হলে তাঁদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হবে।
ব্যবসায়ী শামিম শিকদার বলেন, ‘আবাসনের মাটি ভরাটের কাজ করছি। তবে অল্পস্বল্প মাটি আশপাশে বিক্রি করছি। তা না হলে আমরা চলব কী করে।’
বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক মোল্লা রওশন বলেন, ‘ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের ফলে স্থানীয় বাসিন্দাদের বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের হুমকির মধ্যে পড়েছে। বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’
ইউএনও হামিদুর রহমান বলেন, ‘ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। শামীম শিকদারকে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও তিনি মাটি উত্তোলন করলে আজই খোঁজ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে