Ajker Patrika

পাঠকের অভাবে গ্রন্থাগারে প্রায়ই ঝুলে থাকে তালা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১২: ২৪
পাঠকের অভাবে গ্রন্থাগারে প্রায়ই ঝুলে থাকে তালা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পাঠকের অভাবে প্রায়ই বন্ধ থাকে মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী স্মৃতি গ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি)। স্থানীয় প্রবীণ ও বইপ্রেমী মানুষের দাবি, যুবসমাজকে বই পড়ায় উদ্বুদ্ধ করা না গেলে লাইব্রেরিটি চিরতরে বন্ধ হওয়ার পাশাপাশি হারিয়ে যাবে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর স্মৃতিও। তাই যুবসমাজকে বই পড়ায় আগ্রহী করার পদক্ষেপসহ লাইব্রেরিটি আধুনিক করার দাবি তাঁদের।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ১৮৮৯ সালের ৫ মে বর্তমান কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কাপাসাটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে লেখক, কবি, চিন্তাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। লিখেছেন ‘জেলে ত্রিশ বছর ও পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম’ নামের বই। ১৯৭০ সালের ৯ আগস্ট হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর স্মৃতি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতেই উপজেলার এই পাবলিক লাইব্রেরিটির নামকরণ করা হয় মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী স্মৃতি গ্রন্থাগার। বইয়ের সংখ্যা পর্যাপ্ত থাকলেও পাঠকের অভাবে বেশির ভাগ দিন বন্ধ থাকে এই লাইব্রেরি।

পাবলিক লাইব্রেরি বন্ধ দেখে রেজওয়ান আহমেদ তামিম নামের এক যুবক বলেন, ‘আমি ঢাকা থেকে গ্রামে বেড়াতে এসেছি। বইপুস্তকে ব্রিটিশবিরোধী আন্দোলনের মহান নেতা ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর নাম জেনেছি। এখানে এসে দেখলাম তাঁর স্মৃতির স্মরণে স্থাপিত পাবলিক লাইব্রেরি তালাবদ্ধ। পরে জানলাম, পাঠক না আসার কারণে লাইব্রেরিটি প্রায়ই বন্ধ থাকে।’

মনির হোসেন নামের অন্য এক যুবক বলেন, মানুষ এখন ইন্টারনেটে নিয়মিত ব্যস্ত থাকে। তাই বই পড়ার সময় নেই কারও। তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করতে পারলেই পাবলিক লাইব্রেরিটি প্রাণ ফিরে পাবে। রক্ষা পাবে মহারাজের নামে করা এই স্মৃতিটি।

পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রবীণ শিক্ষক অনিল চন্দ্র সাহা বলেন, ‘এখন আর মানুষ লাইব্রেরিতে বই পড়তে আসে না। বয়স হয়ে যাওয়ায় লাইব্রেরিতে আমরাও আগের মতো সময় দিতে পারি না। তরুণ প্রজন্মের হাতে আমরা দায়িত্ব বুঝিয়ে দিতে চাই। নিয়মিত লাইব্রেরিতে পাঠকের প্রাণচাঞ্চল্য দেখতে চাই।’

সাবেক সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল বলেন, লাইব্রেরিটি পাঠক না থাকার কারণে প্রায়ই বন্ধ করে রাখা হতো। সামান্য সময়ের জন্য লাইব্রেরিটি খোলা হলেও পাঠক থাকত না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত