রাশেদুজ্জামান, মেহেরপুর
আগাম সবজির ক্ষতি পুষিয়ে নিতে এবার শীতকালীন সবজির চাষ করেছিলেন মেহেরপুরের কৃষকেরা। প্রথম দিকে ভালো দাম পাওয়ার আশা করেছিলেন তাঁরা। কিন্তু প্রতিনিয়তই বাজারে দাম কমায় শঙ্কায় চাষিরা। সঙ্গে দেখা দিয়েছে পাতা পচন রোগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, নিম্নমানের বীজ ও বৈরী আবহাওয়ার কারণে ফসলে নানা রোগ দেখা দিচ্ছে।
সদর উপজেলার উজলপুর গ্রামের কৃষক আশরাফুল ইসলাম বলেন, এবার পাঁচ বিঘা জমিতে আগাম ফুলকপির আবাদ করেছিলাম।
দামও ভালো ছিল। কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফলন হয়নি। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে চলতি মৌসুমে পোকার আক্রমণ বেশি ছিল।কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো সমাধান হয়নি।
একই গ্রামের কৃষক জহিরুল ইসলাম বলেন, তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে কীটনাশক ও সারের দাম। বিঘাপ্রতি প্রতি ইজারা খরচ ছিল ১০ থেকে ১২ হাজার টাকা। সে লিজ খরচ এখন নেওয়া হচ্ছে ২০ থেকে ২২ হাজার টাকা। ফলে ফসল উৎপাদনে ব্যয় বেড়েছে কয়েকগুণ। বাজারে শিমের দাম এখন পর্যন্ত ভালো আছে। তবে ৫০ টাকা কেজি দরের ফুলকপি এখন বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। আর ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরের বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে। এ দাম আরও কমে গেলে ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা। বর্তমানে প্রতি বিঘা ফুলকপি ও বাঁধাকপিতে খরচ হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। আর বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা।
একই এলাকার ব্যবসায়ী শাহিনুল রহমান জানান, কয়েক দিন আগেও ঢাকা ও চট্টগ্রামের বাজার ভালো ছিল। কিন্তু গেল কয়েক দিন ধরে বাজারে প্রতি কেজি সবজির মূল্য পাঁচ থেকে ছয় টাকা করে কমছে। ফলে আমরাও কৃষকদের কাছ থেকে সবজি কিনতে ভয় পাচ্ছি। কারণ এখন উত্তরবঙ্গ, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার ও মেহেরপুরের সবজি বাজার দখল করেছে। প্রচুর পরিমাণ আমদানি হওয়ায় বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। এখনো সবজির দাম কমবে বলে ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার বলছেন, বর্তমানে বাজারে নিম্নমানের বীজে সয়লাব। সঙ্গে রয়েছে বৈরী আবহাওয়া। ফলে ফসল নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। আমরা কৃষকদের নানা পরামর্শ দিচ্ছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এ জন্য সরকারি বীজ বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানান তিন।
আগাম সবজির ক্ষতি পুষিয়ে নিতে এবার শীতকালীন সবজির চাষ করেছিলেন মেহেরপুরের কৃষকেরা। প্রথম দিকে ভালো দাম পাওয়ার আশা করেছিলেন তাঁরা। কিন্তু প্রতিনিয়তই বাজারে দাম কমায় শঙ্কায় চাষিরা। সঙ্গে দেখা দিয়েছে পাতা পচন রোগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, নিম্নমানের বীজ ও বৈরী আবহাওয়ার কারণে ফসলে নানা রোগ দেখা দিচ্ছে।
সদর উপজেলার উজলপুর গ্রামের কৃষক আশরাফুল ইসলাম বলেন, এবার পাঁচ বিঘা জমিতে আগাম ফুলকপির আবাদ করেছিলাম।
দামও ভালো ছিল। কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফলন হয়নি। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে চলতি মৌসুমে পোকার আক্রমণ বেশি ছিল।কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো সমাধান হয়নি।
একই গ্রামের কৃষক জহিরুল ইসলাম বলেন, তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে কীটনাশক ও সারের দাম। বিঘাপ্রতি প্রতি ইজারা খরচ ছিল ১০ থেকে ১২ হাজার টাকা। সে লিজ খরচ এখন নেওয়া হচ্ছে ২০ থেকে ২২ হাজার টাকা। ফলে ফসল উৎপাদনে ব্যয় বেড়েছে কয়েকগুণ। বাজারে শিমের দাম এখন পর্যন্ত ভালো আছে। তবে ৫০ টাকা কেজি দরের ফুলকপি এখন বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। আর ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরের বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে। এ দাম আরও কমে গেলে ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা। বর্তমানে প্রতি বিঘা ফুলকপি ও বাঁধাকপিতে খরচ হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। আর বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা।
একই এলাকার ব্যবসায়ী শাহিনুল রহমান জানান, কয়েক দিন আগেও ঢাকা ও চট্টগ্রামের বাজার ভালো ছিল। কিন্তু গেল কয়েক দিন ধরে বাজারে প্রতি কেজি সবজির মূল্য পাঁচ থেকে ছয় টাকা করে কমছে। ফলে আমরাও কৃষকদের কাছ থেকে সবজি কিনতে ভয় পাচ্ছি। কারণ এখন উত্তরবঙ্গ, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার ও মেহেরপুরের সবজি বাজার দখল করেছে। প্রচুর পরিমাণ আমদানি হওয়ায় বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। এখনো সবজির দাম কমবে বলে ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার বলছেন, বর্তমানে বাজারে নিম্নমানের বীজে সয়লাব। সঙ্গে রয়েছে বৈরী আবহাওয়া। ফলে ফসল নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। আমরা কৃষকদের নানা পরামর্শ দিচ্ছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এ জন্য সরকারি বীজ বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানান তিন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে