Ajker Patrika

আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা ভোলায়

ভোলা প্রতিনিধি
আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা ভোলায়

কাতার বিশ্বকাপের পর্দা উঠেছে। এরই সঙ্গে বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলাদেশসহ পুরো বিশ্ব। আজ মঙ্গলবার সৌদি আরবের সঙ্গে লড়বে আর্জেন্টিনা। তাই, গতকাল বিকেলে দলের প্রতি সমর্থন জানিয়ে ভোলায় বিশাল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকেরা।

সমর্থকেরা ঢাকঢোল বাজিয়ে প্রিয় দল ও খেলোয়াড়দের ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন, পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পড়নে ছিল প্রিয় দলের জার্সি। শহরের সরকারি স্কুলমাঠ থেকে শুরু করে সদর রোড, উকিলপাড়া, যুগিরঘোল, গার্লস স্কুল মোড়, নতুন বাজার হয়ে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এসে শেষ হয় শোভাযাত্রাটি। মোটরসাইকেল ও কয়েকটি পিকআপ নিয়ে শোভাযাত্রা বের করেন আর্জেন্টিনার সমর্থকেরা।

শোভাযাত্রার অন্যতম আয়োজক শান্ত ঘোষ, অমি আহমেদ, মার্সেল ও মুক্তি বলেন, ‘আজ প্রিয় দল প্রথম ম্যাচ খেলবে। প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে এই শোভাযাত্রার আয়োজন করেছি। এবার যেহেতু মেসির শেষ বিশ্বকাপ, এ জন্য এবারের বিশ্বকাপ আমাদের জন্য খুব স্পেশাল। আশা করি, এবার প্রিয় দল বিশ্বকাপ জিতবে।’

আগামী বৃহস্পতিবার ব্রাজিলের সমর্থকেরা আনন্দ শোভাযাত্রা বের করবেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত