বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরজুড়ে ঢাকাসহ সারা দেশে ছিল জমজমাট কনসার্টের আয়োজন। দেশের পাশাপাশি বিদেশি শিল্পীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বছরের শেষ দিকে জাতীয় নির্বাচনের কারণে কনসার্টে ভাটা পড়লেও আবার পুরোনো চেহারায় ফিরছে কনসার্টের আয়োজন। ফেব্রুয়ারি মাসে রাজধানীতে বড় দুই কনসার্টের খবর পাওয়া গেছে। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট ‘দ্য স্কুল অব রক ভলিউম ২’। এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি ক্যারিয়ারের দ্বিতীয় একক কনসার্ট নিয়ে মঞ্চে উঠবেন বাপ্পা মজুমদার।
দ্য স্কুল অব রক ভলিউম ২
গত বছরের সেপ্টেম্বরে আয়োজিত হয়েছিল ‘দ্য স্কুল অব রক’। ছয় মাস না যেতেই আবার আয়োজিত হচ্ছে এ কনসার্টের পরবর্তী পর্ব ‘দ্য স্কুল অব রক ভলিউম ২’। আয়োজক প্রতিষ্ঠান ইটিসি ইভেন্টস জানিয়েছে, ঢাকায় এটি বছরের প্রথম ওপেন এয়ার কনসার্ট। আইসিসিবি এক্সপো জোনে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কনসার্টটি। গতবারের মতো এবারের মূল আকর্ষণ নগরবাউল জেমস।
দ্য স্কুল অব রক ভলিউম ২-এ এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে ৫টি ব্যান্ড। নগরবাউল ছাড়া তালিকায় আছে ব্যান্ড ‘অ্যাশেজ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘ব্লু জিনস’ ও ‘প্লাজমিক নক’। এরই মধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। পাঁচটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। দাম রাখা হয়েছে ৫০০, ৭০০, ১০০০, ১৫০০ ও ১৮০০ টাকা। জানা গেছে, ১০ হাজার দর্শক নিয়ে এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। বেলা ৩টা থেকে শিল্পীরা মঞ্চে উঠবেন। তার এক ঘণ্টা আগে দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে।
বাপ্পার দ্বিতীয় একক কনসার্ট
প্রায় তিন দশকের ক্যারিয়ারে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে অংশ নিলেও একক কনসার্ট ছিল না বাপ্পা মজুমদারের। সেই আফসোস দূর হয় ২০২২ সালে। ওই বছর প্রথমবারের মতো নিজের একক কনসার্টের আয়োজন করেন বাপ্পা। অনুষ্ঠানে প্রায় তিন ঘণ্টা ধরে নিজের জনপ্রিয় গানগুলো শোনান তিনি। প্রায় দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন বাপ্পা মজুমদার। ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে আয়োজন করা হয়েছে তাঁর দ্বিতীয় একক কনসার্ট ‘বাপ্পা মজুমদার অডিসি’।
একক কনসার্ট নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘২০২২ সালের শেষ নাগাদ একটি সলো কনসার্ট করেছিলাম। সেই কনসার্টে ভীষণ সাড়া পেয়েছিলাম। তবে অনেকে সেই কনসার্টে আসতে পারেনি। কাছের অনেকেই না আসতে পারায় দুঃখ প্রকাশ করেছিল। সেই ভাবনা থেকেই চিন্তা করছিলাম নতুন বছরের শুরুতে একটি সলো কনসার্ট আয়োজন করা যায় কি না। সেই ভাবনার প্রতিফলন হতে যাচ্ছে ২৩ ফেব্রুয়ারি।’
বাপ্পা মজুমদার অডিসি কনসার্টটি আয়োজন করেছে কারখানা। ইতিমধ্যে শুরু হয়েছে প্রি রেজিস্ট্রেশন। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা (রেগুলার) ও ৩০০০ টাকা (ভিআইপি)।
গতবার বাপ্পা মজুমদারের একক কনসার্টে অতিথি শিল্পী হিসেবে গান শোনান কনা, শুভ ও কোনাল। এবার বাপ্পার সঙ্গে গাইবেন মাশা ইসলাম। কনসার্ট শুরু হবে বিকেল ৫টা থেকে। দর্শকের জন্য গেট খোলা হবে বিকেল সাড়ে ৪টায়।
গত বছরজুড়ে ঢাকাসহ সারা দেশে ছিল জমজমাট কনসার্টের আয়োজন। দেশের পাশাপাশি বিদেশি শিল্পীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বছরের শেষ দিকে জাতীয় নির্বাচনের কারণে কনসার্টে ভাটা পড়লেও আবার পুরোনো চেহারায় ফিরছে কনসার্টের আয়োজন। ফেব্রুয়ারি মাসে রাজধানীতে বড় দুই কনসার্টের খবর পাওয়া গেছে। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট ‘দ্য স্কুল অব রক ভলিউম ২’। এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি ক্যারিয়ারের দ্বিতীয় একক কনসার্ট নিয়ে মঞ্চে উঠবেন বাপ্পা মজুমদার।
দ্য স্কুল অব রক ভলিউম ২
গত বছরের সেপ্টেম্বরে আয়োজিত হয়েছিল ‘দ্য স্কুল অব রক’। ছয় মাস না যেতেই আবার আয়োজিত হচ্ছে এ কনসার্টের পরবর্তী পর্ব ‘দ্য স্কুল অব রক ভলিউম ২’। আয়োজক প্রতিষ্ঠান ইটিসি ইভেন্টস জানিয়েছে, ঢাকায় এটি বছরের প্রথম ওপেন এয়ার কনসার্ট। আইসিসিবি এক্সপো জোনে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কনসার্টটি। গতবারের মতো এবারের মূল আকর্ষণ নগরবাউল জেমস।
দ্য স্কুল অব রক ভলিউম ২-এ এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে ৫টি ব্যান্ড। নগরবাউল ছাড়া তালিকায় আছে ব্যান্ড ‘অ্যাশেজ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘ব্লু জিনস’ ও ‘প্লাজমিক নক’। এরই মধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। পাঁচটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। দাম রাখা হয়েছে ৫০০, ৭০০, ১০০০, ১৫০০ ও ১৮০০ টাকা। জানা গেছে, ১০ হাজার দর্শক নিয়ে এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। বেলা ৩টা থেকে শিল্পীরা মঞ্চে উঠবেন। তার এক ঘণ্টা আগে দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে।
বাপ্পার দ্বিতীয় একক কনসার্ট
প্রায় তিন দশকের ক্যারিয়ারে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে অংশ নিলেও একক কনসার্ট ছিল না বাপ্পা মজুমদারের। সেই আফসোস দূর হয় ২০২২ সালে। ওই বছর প্রথমবারের মতো নিজের একক কনসার্টের আয়োজন করেন বাপ্পা। অনুষ্ঠানে প্রায় তিন ঘণ্টা ধরে নিজের জনপ্রিয় গানগুলো শোনান তিনি। প্রায় দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন বাপ্পা মজুমদার। ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে আয়োজন করা হয়েছে তাঁর দ্বিতীয় একক কনসার্ট ‘বাপ্পা মজুমদার অডিসি’।
একক কনসার্ট নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘২০২২ সালের শেষ নাগাদ একটি সলো কনসার্ট করেছিলাম। সেই কনসার্টে ভীষণ সাড়া পেয়েছিলাম। তবে অনেকে সেই কনসার্টে আসতে পারেনি। কাছের অনেকেই না আসতে পারায় দুঃখ প্রকাশ করেছিল। সেই ভাবনা থেকেই চিন্তা করছিলাম নতুন বছরের শুরুতে একটি সলো কনসার্ট আয়োজন করা যায় কি না। সেই ভাবনার প্রতিফলন হতে যাচ্ছে ২৩ ফেব্রুয়ারি।’
বাপ্পা মজুমদার অডিসি কনসার্টটি আয়োজন করেছে কারখানা। ইতিমধ্যে শুরু হয়েছে প্রি রেজিস্ট্রেশন। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা (রেগুলার) ও ৩০০০ টাকা (ভিআইপি)।
গতবার বাপ্পা মজুমদারের একক কনসার্টে অতিথি শিল্পী হিসেবে গান শোনান কনা, শুভ ও কোনাল। এবার বাপ্পার সঙ্গে গাইবেন মাশা ইসলাম। কনসার্ট শুরু হবে বিকেল ৫টা থেকে। দর্শকের জন্য গেট খোলা হবে বিকেল সাড়ে ৪টায়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে