নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
নির্বাচন রংপুর সিটি করপোরেশনের (রসিক); অথচ প্রচার চালানো হচ্ছে নীলফামারীর সৈয়দপুরে। শহরের রাস্তাঘাট ছেয়ে গেছে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এক নেতার ব্যানার ও ফেস্টুনে। এ নিয়ে দলের স্থানীয় নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আর সাধারণ মানুষের অভিযোগ, এতে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তবে পদপ্রত্যাশী ওই নেতার দাবি, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতেই এমন প্রচার চালাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, রসিক নির্বাচনে নৌকা প্রতীক চেয়ে তুষার কান্তি রায় নামের এক ব্যক্তির ব্যানার ও ফেস্টুন সৈয়দপুর শহরের বাস টার্মিনাল, বিমানবন্দর ও সেনানিবাস সড়কে সাঁটানো হয়েছে। এগুলো যত্রতত্রভাবে বৈদ্যুতিক খুঁটি, গাছ, সড়ক বিভাজক ও দেয়ালে লাগানো হয়েছে।
তুষার কান্তি রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান। তিনি শুধু ব্যানার, ফেস্টুনেই নয়, শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে দোয়াও প্রার্থনা করছেন।
রংপুর থেকে ৪০ কিলোমিটার দূরের সৈয়দপুরে তুষার কান্তির এমন প্রচারের কৌশলে বিভ্রান্ত শহরবাসী। তবে তাঁরা ধারণা করছেন, মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা উত্তরবঙ্গ সফরে এলে বিমানে সৈয়দপুরে নামেন। তাঁদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তুষার কান্তি এখানে ব্যানার-ফেস্টুনের মাধ্যমে
প্রচার চালাচ্ছেন।
সৈয়দপুর বাস টার্মিনাল এলাকার ইজিবাইকচালক আনোয়ার মিয়া বলেন, ‘কে এই লোক? আমরা জানি না, চিনি না। আমাদের তো মেয়র আছেন, তাহলে কে এই নতুন মেয়র প্রার্থী? উনি তো সৈয়দপুরের কেউ না, আর এখানে তো তাঁর কোনো ভোটও নাই।’
বিমানবন্দর সড়কের রিকশাচালক আব্দুল মান্নান বলেন, ‘আমাদের এখানে একজন মেয়র আছেন। আবার রংপুরের মেয়র প্রার্থী এখানে এসে কীভাবে দোয়া চান? এটা তো আমরা বুঝে উঠতে পারছি না।’
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক বলেন, ‘আসলে বিষয়টি আমি জানি না। উনি কেন এটা করলেন, তা আমার বোধগম্য নয়। এটা তো রংপুর সিটি করপোরেশনের ব্যাপার। তবে এই রাস্তায় মন্ত্রীরা যাতায়াত করেন, হয়তো এ কারণে ব্যানার লাগিয়েছেন।’
যোগাযোগ করা হলে তুষার কান্তি বলেন, ‘নৌকার গণজোয়ার সৃষ্টিতে এটা করা হয়েছে। শুধু সৈয়দপুর কেন, নৌকার প্রচারে সারা দেশে এই ব্যানার-ফেস্টুন লাগানো হবে। দেশের বিভাগ কয়টা, কোনো বিভাগে সিটি করপোরেশন আছে? এটা তো প্রচার করতে হবে, তাই না? সেই লক্ষ্যেই কাজ করছি। আমি তো নেত্রীর প্রচার, নৌকার প্রচার করছি।’
সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান আজকের পত্রিকাকে জানান, সড়কে যত্রতত্র লাগানো ফেস্টুন-ব্যানারের বিষয়টি নিয়ে সভা হয়েছে। এসব অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, রংপুর সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ডিসেম্বরে। এখানে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী এই সময়ের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন রংপুর সিটি করপোরেশনের (রসিক); অথচ প্রচার চালানো হচ্ছে নীলফামারীর সৈয়দপুরে। শহরের রাস্তাঘাট ছেয়ে গেছে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এক নেতার ব্যানার ও ফেস্টুনে। এ নিয়ে দলের স্থানীয় নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আর সাধারণ মানুষের অভিযোগ, এতে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তবে পদপ্রত্যাশী ওই নেতার দাবি, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতেই এমন প্রচার চালাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, রসিক নির্বাচনে নৌকা প্রতীক চেয়ে তুষার কান্তি রায় নামের এক ব্যক্তির ব্যানার ও ফেস্টুন সৈয়দপুর শহরের বাস টার্মিনাল, বিমানবন্দর ও সেনানিবাস সড়কে সাঁটানো হয়েছে। এগুলো যত্রতত্রভাবে বৈদ্যুতিক খুঁটি, গাছ, সড়ক বিভাজক ও দেয়ালে লাগানো হয়েছে।
তুষার কান্তি রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান। তিনি শুধু ব্যানার, ফেস্টুনেই নয়, শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে দোয়াও প্রার্থনা করছেন।
রংপুর থেকে ৪০ কিলোমিটার দূরের সৈয়দপুরে তুষার কান্তির এমন প্রচারের কৌশলে বিভ্রান্ত শহরবাসী। তবে তাঁরা ধারণা করছেন, মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা উত্তরবঙ্গ সফরে এলে বিমানে সৈয়দপুরে নামেন। তাঁদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তুষার কান্তি এখানে ব্যানার-ফেস্টুনের মাধ্যমে
প্রচার চালাচ্ছেন।
সৈয়দপুর বাস টার্মিনাল এলাকার ইজিবাইকচালক আনোয়ার মিয়া বলেন, ‘কে এই লোক? আমরা জানি না, চিনি না। আমাদের তো মেয়র আছেন, তাহলে কে এই নতুন মেয়র প্রার্থী? উনি তো সৈয়দপুরের কেউ না, আর এখানে তো তাঁর কোনো ভোটও নাই।’
বিমানবন্দর সড়কের রিকশাচালক আব্দুল মান্নান বলেন, ‘আমাদের এখানে একজন মেয়র আছেন। আবার রংপুরের মেয়র প্রার্থী এখানে এসে কীভাবে দোয়া চান? এটা তো আমরা বুঝে উঠতে পারছি না।’
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক বলেন, ‘আসলে বিষয়টি আমি জানি না। উনি কেন এটা করলেন, তা আমার বোধগম্য নয়। এটা তো রংপুর সিটি করপোরেশনের ব্যাপার। তবে এই রাস্তায় মন্ত্রীরা যাতায়াত করেন, হয়তো এ কারণে ব্যানার লাগিয়েছেন।’
যোগাযোগ করা হলে তুষার কান্তি বলেন, ‘নৌকার গণজোয়ার সৃষ্টিতে এটা করা হয়েছে। শুধু সৈয়দপুর কেন, নৌকার প্রচারে সারা দেশে এই ব্যানার-ফেস্টুন লাগানো হবে। দেশের বিভাগ কয়টা, কোনো বিভাগে সিটি করপোরেশন আছে? এটা তো প্রচার করতে হবে, তাই না? সেই লক্ষ্যেই কাজ করছি। আমি তো নেত্রীর প্রচার, নৌকার প্রচার করছি।’
সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান আজকের পত্রিকাকে জানান, সড়কে যত্রতত্র লাগানো ফেস্টুন-ব্যানারের বিষয়টি নিয়ে সভা হয়েছে। এসব অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, রংপুর সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ডিসেম্বরে। এখানে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী এই সময়ের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে