গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, ‘দয়া করে অভ্যন্তরীণ কোনো কোন্দলকে প্রশ্রয় দেবেন না। ভাড়া করে বিএনপি-জামায়াত থেকে মানুষ আনার আমাদের কোনো প্রয়োজন নেই। যখন-তখন যেকোনো সময় অনেক ব্যক্তি এখানে ঘুরেফিরে (এমপি হতে) আসতে চেয়েছেন। আমরা কিন্তু কোনো ধরনের সমস্যা করি না। তাঁরা তাঁদের মতো করুক, পাবলিক কিন্তু সচেতন শ্রেণির, আমাদের কোনো সমস্যা নেই।’
গতকাল শনিবার দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলা শাখার সদস্য সংগ্রহ ও কর্মিসভায় এ কথা বলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গোসাইরহাট উপজেলা শাখার সভাপতি কোতোয়াল মো. টিপু সুলতানের সভাপতিত্বে সরকারি শামসুর রহমান কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আলিম ব্যাপারী।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন নাছিমের নাম উল্লেখ করে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে নাহিম রাজ্জাক বলেন, ‘এই এলাকার মানুষ তাঁকে অনেক ভালোবাসে, উনি আমাদের পার্শ্ববর্তী কালকিনি থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তাঁর কাছে আপনারা একটু বলবেন, আমরা একজন ব্যক্তিকে মানি, তিনি হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনার যেকোনো নির্দেশ যদি আমাদের ওপরও হয়, যদি আমাদের পদও ছাড়তে হয়, সেটা করতেও আমরা রাজি।’
নাহিম রাজ্জাক বলেন, ‘প্রয়াত সাবেক মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বেচ্ছাসেবক বাহিনীর প্রতিষ্ঠাতা, আহ্বায়ক ও সভাপতি ছিলেন। ’৭০-এর নির্বাচনের আগে ’৬৭ বা ’৬৮ সালে এই স্বেচ্ছাসেবক বাহিনীর দায়িত্ব দেওয়া হয় প্রয়াত আব্দুর রাজ্জাককে। আমাদের আলাদা একটি দায়িত্ব রয়েছে এই সংগঠনের প্রতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকার আজকে যখন বেঁচে রয়েছেন, দেশ গড়ার নেতৃত্বে উনি সফলতা অর্জন করেছেন, আমাদের সবার কিন্তু দায়িত্ব রয়েছে ওনার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সর্বজনীনভাবে প্রস্তুতি নেওয়া।’
সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানব সম্পদবিষয়ক সম্পাদক এম জুয়েল আহমেদ, উপ-যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. জসীম মাদবর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন, জাতীয় পরিষদের সদস্য মাহবুবুল আলম বুলবুল, সদস্য নির্মল ঘোষ, আরিফুল ইসলাম সানী, জেলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, পৌরসভা ও ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগ, গোসাইরহাট, ডামুড্যা-ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, ‘দয়া করে অভ্যন্তরীণ কোনো কোন্দলকে প্রশ্রয় দেবেন না। ভাড়া করে বিএনপি-জামায়াত থেকে মানুষ আনার আমাদের কোনো প্রয়োজন নেই। যখন-তখন যেকোনো সময় অনেক ব্যক্তি এখানে ঘুরেফিরে (এমপি হতে) আসতে চেয়েছেন। আমরা কিন্তু কোনো ধরনের সমস্যা করি না। তাঁরা তাঁদের মতো করুক, পাবলিক কিন্তু সচেতন শ্রেণির, আমাদের কোনো সমস্যা নেই।’
গতকাল শনিবার দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলা শাখার সদস্য সংগ্রহ ও কর্মিসভায় এ কথা বলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গোসাইরহাট উপজেলা শাখার সভাপতি কোতোয়াল মো. টিপু সুলতানের সভাপতিত্বে সরকারি শামসুর রহমান কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আলিম ব্যাপারী।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন নাছিমের নাম উল্লেখ করে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে নাহিম রাজ্জাক বলেন, ‘এই এলাকার মানুষ তাঁকে অনেক ভালোবাসে, উনি আমাদের পার্শ্ববর্তী কালকিনি থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তাঁর কাছে আপনারা একটু বলবেন, আমরা একজন ব্যক্তিকে মানি, তিনি হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনার যেকোনো নির্দেশ যদি আমাদের ওপরও হয়, যদি আমাদের পদও ছাড়তে হয়, সেটা করতেও আমরা রাজি।’
নাহিম রাজ্জাক বলেন, ‘প্রয়াত সাবেক মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বেচ্ছাসেবক বাহিনীর প্রতিষ্ঠাতা, আহ্বায়ক ও সভাপতি ছিলেন। ’৭০-এর নির্বাচনের আগে ’৬৭ বা ’৬৮ সালে এই স্বেচ্ছাসেবক বাহিনীর দায়িত্ব দেওয়া হয় প্রয়াত আব্দুর রাজ্জাককে। আমাদের আলাদা একটি দায়িত্ব রয়েছে এই সংগঠনের প্রতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকার আজকে যখন বেঁচে রয়েছেন, দেশ গড়ার নেতৃত্বে উনি সফলতা অর্জন করেছেন, আমাদের সবার কিন্তু দায়িত্ব রয়েছে ওনার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সর্বজনীনভাবে প্রস্তুতি নেওয়া।’
সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানব সম্পদবিষয়ক সম্পাদক এম জুয়েল আহমেদ, উপ-যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. জসীম মাদবর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন, জাতীয় পরিষদের সদস্য মাহবুবুল আলম বুলবুল, সদস্য নির্মল ঘোষ, আরিফুল ইসলাম সানী, জেলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, পৌরসভা ও ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগ, গোসাইরহাট, ডামুড্যা-ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে