দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
কোথাও বাঁশ। কোথাও মরা গাছ। কোথাওবা গাছে টাঙানো হয়েছে বিদ্যুতের সংযোগ লাইন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্তৃপক্ষের উদাসীনতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামে এভাবে ঝুঁকি নিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। গত ২১ বছর ধরে এভাবেই বিদ্যুতের তার টাঙানো রয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার গিরিশনগর গ্রামের ফায়জুর রহমানের বাড়ির পাশ থেকে শুরু করে এখলাস ফরাজির বাড়ির পুকুর পর্যন্ত আশপাশের প্রতিটি বাড়িতে বাঁশ, নড়বড়ে খুঁটি ও গাছে তার টাঙিয়ে টু-টোয়েন্টি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। অনেক জায়গায় বিদ্যুতের তার গেছে মাথার উপর দিয়ে।
এতে স্থানীয় গ্রাহকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা জানান, গ্রামের এখলাস ফরাজি ও ফায়জুর রহমানের বাড়ির আশপাশে প্রায় ৫০টি বৈধ মিটারধারী গ্রাহক রয়েছেন। তাঁরা নিয়মিত বিদ্যুৎ বিল, সরকারি ভ্যাটসহ সব চার্জ পরিশোধ করে আসছেন তবু বিদ্যুৎ অফিস থেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ অফিসে খুঁটির দাবি জানিয়ে এলেও দায়সারা আশ্বাস ছাড়া আর কোনো কাজ হয়নি। অনেকে নিজস্ব অর্থায়নে স্থানীয়ভাবে খুঁটি নির্মাণ করে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। আর্থিক সংকুলান না হওয়ায় অনেকে ঝুঁকিপূর্ণ বাঁশ ও জীবন্ত গাছে তার টাঙিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে বাধ্য হয়েছেন।
গিরিশনগর গ্রামের বাসিন্দা গ্রাহক ফায়জুর রহমান বলেন, ‘বিদ্যুৎ অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। গ্রামের ফোর ফোরটি বিদ্যুৎ লাইন এনেছি নিজেদের টাকায়। এরপরও আমাদের কপালে বিদ্যুতের খুঁটি জোটেনি। বাঁশ গাছ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করছি বছরের পর বছর ধরে।’
একই গ্রামের বাসিন্দা গ্রাহক এখলাস ফরাজী বলেন, ‘বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করতে করতে আমরা হয়রান। কেউ নিজের টাকায় পিলার বানিয়ে, কেউ বাঁশ দিয়ে আবার কেউ গাছে তার টানিয়ে বিদ্যুৎ নিয়েছি। প্রায় ২০ বছর ধরে আমরা এই অবস্থায় আছি। আমাদের এই দুরবস্থায় বিদ্যুৎ অফিসের কোনো মাথাব্যথা নেই।’
বিপিডিবির স্থানীয় লাইনম্যান ঈসমাইল মিয়া বলেন, ‘আমি লাইনম্যান হিসেবে যোগদানের আগে থেকেই এসব বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ছাতকের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সর্দার বলেন, ‘আমাদের অফিস থেকে লোক পাঠিয়ে এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।’
কোথাও বাঁশ। কোথাও মরা গাছ। কোথাওবা গাছে টাঙানো হয়েছে বিদ্যুতের সংযোগ লাইন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্তৃপক্ষের উদাসীনতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামে এভাবে ঝুঁকি নিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। গত ২১ বছর ধরে এভাবেই বিদ্যুতের তার টাঙানো রয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার গিরিশনগর গ্রামের ফায়জুর রহমানের বাড়ির পাশ থেকে শুরু করে এখলাস ফরাজির বাড়ির পুকুর পর্যন্ত আশপাশের প্রতিটি বাড়িতে বাঁশ, নড়বড়ে খুঁটি ও গাছে তার টাঙিয়ে টু-টোয়েন্টি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। অনেক জায়গায় বিদ্যুতের তার গেছে মাথার উপর দিয়ে।
এতে স্থানীয় গ্রাহকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা জানান, গ্রামের এখলাস ফরাজি ও ফায়জুর রহমানের বাড়ির আশপাশে প্রায় ৫০টি বৈধ মিটারধারী গ্রাহক রয়েছেন। তাঁরা নিয়মিত বিদ্যুৎ বিল, সরকারি ভ্যাটসহ সব চার্জ পরিশোধ করে আসছেন তবু বিদ্যুৎ অফিস থেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ অফিসে খুঁটির দাবি জানিয়ে এলেও দায়সারা আশ্বাস ছাড়া আর কোনো কাজ হয়নি। অনেকে নিজস্ব অর্থায়নে স্থানীয়ভাবে খুঁটি নির্মাণ করে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। আর্থিক সংকুলান না হওয়ায় অনেকে ঝুঁকিপূর্ণ বাঁশ ও জীবন্ত গাছে তার টাঙিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে বাধ্য হয়েছেন।
গিরিশনগর গ্রামের বাসিন্দা গ্রাহক ফায়জুর রহমান বলেন, ‘বিদ্যুৎ অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। গ্রামের ফোর ফোরটি বিদ্যুৎ লাইন এনেছি নিজেদের টাকায়। এরপরও আমাদের কপালে বিদ্যুতের খুঁটি জোটেনি। বাঁশ গাছ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করছি বছরের পর বছর ধরে।’
একই গ্রামের বাসিন্দা গ্রাহক এখলাস ফরাজী বলেন, ‘বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করতে করতে আমরা হয়রান। কেউ নিজের টাকায় পিলার বানিয়ে, কেউ বাঁশ দিয়ে আবার কেউ গাছে তার টানিয়ে বিদ্যুৎ নিয়েছি। প্রায় ২০ বছর ধরে আমরা এই অবস্থায় আছি। আমাদের এই দুরবস্থায় বিদ্যুৎ অফিসের কোনো মাথাব্যথা নেই।’
বিপিডিবির স্থানীয় লাইনম্যান ঈসমাইল মিয়া বলেন, ‘আমি লাইনম্যান হিসেবে যোগদানের আগে থেকেই এসব বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ছাতকের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সর্দার বলেন, ‘আমাদের অফিস থেকে লোক পাঠিয়ে এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে