Ajker Patrika

বিজয় দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩৫
বিজয় দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে রংপুর জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন। এরপর নগরীর মডার্ন মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অর্জন’-এ ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হবে। পরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রংপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১২টায় রংপুর টাউন হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা প্রদান করা হবে। বাদ যোহর জেলার সকল মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। দুপুরে হাসপাতাল, রংপুর কেন্দ্রীয় কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বেলা ২টায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় রংপুর স্টেডিয়াম থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের শপথ বাক্য পাঠ করানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত