Ajker Patrika

এক যুগ পর ফালগুনী, সঙ্গে তনিমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
এক যুগ পর ফালগুনী, সঙ্গে তনিমা

দীর্ঘ এক যুগ পর নাটক নির্মাণ করছেন ফালগুনী হামিদ। ঈদ উপলক্ষে তিনি বানাচ্ছেন ‘আমাতে অস্পষ্ট তুমি’। নাটকটি রচনা করেছেন আখতারুজ্জামান ও ফালগুনী হামিদ। কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন ফালগুনী হামিদের মেয়ে তনিমা হামিদ। আরও আছেন জাহিদ হাসান, মিলি বাশার, শফিক খান দিলু, আহসান হাবিব নাসিম প্রমুখ। দীপ্ত টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটকটি। 

অনেকটা অভিমান করেই দীর্ঘ এক যুগ নাট্য নির্মাণ থেকে দূরে ছিলেন ফালগুনী হামিদ। এক যুগ পর নির্মাণে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় ও নির্মাণে আমার ক্ষেত্রটা যেভাবে তৈরি হয়েছিল, একটা সময় এসে দেখলাম, নিজের মতো করে কাজ করতে পারছি না। মাঝে কিছুদিন অসুস্থও ছিলাম। ব্যস্ততা গেছে লেখালেখি ও ব্যবসা নিয়েও। একটা সময় দীপ্ত টিভি ভীষণ আন্তরিক হয়ে ঈদের জন্য একটি কাজ করতে বলল, তখন আর তাদের আন্তরিকতাকে প্রত্যাখ্যান করতে পারিনি।’ 

শুধু ফালগুনী হামিদ নয়, আমাতে অস্পষ্ট তুমি দিয়ে দীর্ঘদিন পর নাটকে অভিনয় করছেন তনিমা হামিদ। অভিনেত্রী বলেন, ‘নাটকটির জন্য আমি মাকে তিনজন অভিনেত্রীর কথা বলেছিলাম। কিন্তু মায়ের একটাই কথা, তোমাকেই কাজটি করতে হবে। আমার আর পালিয়ে যাওয়া হলো না। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে এসে নার্ভাস লাগছিল। জাহিদ ভাই এবং মা ভীষণ সহযোগিতা করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত