নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৯: ৫২
Thumbnail image

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

মুন্সিগঞ্জ সদর: দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সরকারি হরগঙ্গা কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

গজারিয়া: গজারিয়ায় গতকাল বিকেলে গোসাইরচর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।

টঙ্গিবাড়ী: টঙ্গিবাড়ীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা।

সিরাজদিখান: মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

দোহার: ঢাকার দোহারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্ব করেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সোনারগাঁ: সোনারগাঁয়ে মোমবাতি প্রজ্বলন করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় চিলারবাগে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত