Ajker Patrika

জুতা পরে শহীদ বেদিতে বিএনপি নেতা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ২৯
জুতা পরে শহীদ বেদিতে বিএনপি নেতা

বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতা শহীদ মিনারে জুতা পায়ে ওঠেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই নেতার নাম আনোয়ার হোসেন। তিনি গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোলেমান মিঞা ডিগ্রি কলেজের প্রভাষক। জুতা পরে শহীদ মিনারের বেদিতে উঠে ফুল দেন। কেউ একজন এই ছবি তোলেন এবং ফেসবুকে পোস্ট দেন। পরে ছবিটি ভাইরাল হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই বিএনপি নেতা জুতা পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনিসহ যুবদল নেতা কাবাতুল্লাহকে জুতা পরা অবস্থায় দেখা যায়। ওই স্থানে জুতা পরা অবস্থায় দুজন কিছুক্ষণ অবস্থান করেন।

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, সেখানে অনেকেই ফুল দিয়ে বিজয় দিবস উদ্‌যাপন করেন। এ ছাড়া অসাবধানতাবশত তিনি জুতা পরে শহীদ মিনারে উঠে গিয়েছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছেন তিনি। এ ঘটনার নিন্দা জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত