Ajker Patrika

তরুণদের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৬: ০৫
তরুণদের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ‘স্বপ্ন-সোপান’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের উদ্যোগে স্বেচ্ছা শ্রমে রাস্তা তৈরি করা হয়েছে। পথচারীদের ভোগান্তি কমাতে একদল তরুণ এই উদ্যোগ নেয়। গত বুধবার রাতে এই রাস্তা নির্মাণ করা হয়।

এলাকাবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠন সূত্রে জানা যায়, উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পূর্বপাড়া গ্রামের প্রধান সড়ক নন্নী মাঠখুলা থেকে আমলাতলী যাওয়ার সড়কটি পাকাকরণের কাজ চলছে। সড়কের পুরোনো কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

নন্নী পূর্বপাড়া মরহুম তৈয়বুল হক চেয়ারম্যান বাড়ি সংলগ্ন তিন রাস্তার মোড়ের কালভার্টটি ভেঙে ফেলা হয়। সেখানে যাতায়াতের জন্য বিকল্প পথ নেই। তাই বিষয়টি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন-সোপান এর দৃষ্টিগোচর হলে গত বুধবার রাতে কয়েকজন তরুণ রাস্তাটি তৈরি করে বিকল্প পথ করে। রাতে তরুণেরা খেতের মাটি কেটে এই বিকল্প পথ তৈরি করে। এতে খুশি এলাকার সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দা মো. আতিক হাসান বলেন, বুধবার বিকেল থেকে এই পথ দিয়ে কোনো যানবাহন যেতে পারছিল না।

তবে বুধবার রাতে এই তরুণেরা বিকল্প পথ তৈরি করে দেওয়ায় আগের মতোই যাতায়াত করতে পারছি। এতে আমরা খুশি। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন-সোপানের সভাপতি মাহমুদুল হাসান রাব্বানী বলেন, রাতে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে আমরা তাৎক্ষণিক আমাদের সদস্যদের নিয়ে যাতায়াতের বিকল্প পথ তৈরি করি। আমরা এ ধরনের স্বেচ্ছাশ্রম দিতে পেরে খুবই আনন্দিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ