আজকের পত্রিকা ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে নয়জন খুন হয়েছেন। গত শনিবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: ভোলায় প্রতিবেশী স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে নাহিদ (২০) নামের এক তরুণ খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী রায়হানকে (৩০) গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঈদুল আজহার দিন গত রোববার সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই গ্রামের শাহে আলমের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রেজাউল করিম রাজিব বলেন, মামলার একমাত্র আসামি রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
নলডাঙ্গা (নাটোর) : নাটোরের নলডাঙ্গায় আব্দুল আলীম (৪০) নামের সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত গৃহবধূ রিমা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল আলীম পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চকবাজার থানার ডিসি রোড এলাকার মৌসুমী আবাসিক এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সৌরভ খান সোহাগ (২২)। তিনি স্থানীয় হারুনর রশীদের ছেলে। তিনি পেশায় ওয়াই-ফাই কেব্ল অপারেটর ছিলেন।
এ ঘটনায় সাকিব ও তাঁর বাবা শফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নয়ন আলী (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। গত রোববার রাত ৯টার দিকে পৌর এলাকার ১ নম্বর কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নয়ন আলী ওই এলাকার লিয়াকত আলীর ছেলে।
মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে ইব্রাহিম রাজু (২৭) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে। গত সোমবার দুপুরে নিহত রাজুর পিতা মহিউদ্দিন ১৬ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। রাজু জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে রাজু হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
নেছারাবাদ (পিরোজপুর): পিরোজপুরের নেছারাবাদে প্রতিপক্ষের লাঠির আঘাতে হাসান ব্যাপারী (৪০) নামের এক লঞ্চ কর্মচারীর মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে উপজেলার গগন গ্রামের কর্মকারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত সরোয়ার হোসেন (৪০) একই গ্রামের বাসিন্দা।
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের মিঠামইনে হেলিম নামের সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আইয়ুব আলী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঘাগড়া বাজারের হক মার্কেটে এ ঘটনা ঘটে।
গাজীপুর: গাজীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সরপাইতলী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছোট ভাই আজগর আলী (৫০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। নিহতের নাম আলিমুদ্দিন (৬০)। তিনি স্থানীয় সরপাইতলী গ্রামের দিদার আলীর ছেলে।
ফরিদপুর: ফরিদপুরে ছুরিকাঘাতে আইনউদ্দিন মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধ খুনের ঘটনায় তাসকিন তালুকদার (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শহরের চাঁনমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দেশের বিভিন্ন স্থানে নয়জন খুন হয়েছেন। গত শনিবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: ভোলায় প্রতিবেশী স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে নাহিদ (২০) নামের এক তরুণ খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী রায়হানকে (৩০) গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঈদুল আজহার দিন গত রোববার সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই গ্রামের শাহে আলমের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রেজাউল করিম রাজিব বলেন, মামলার একমাত্র আসামি রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
নলডাঙ্গা (নাটোর) : নাটোরের নলডাঙ্গায় আব্দুল আলীম (৪০) নামের সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত গৃহবধূ রিমা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল আলীম পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চকবাজার থানার ডিসি রোড এলাকার মৌসুমী আবাসিক এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সৌরভ খান সোহাগ (২২)। তিনি স্থানীয় হারুনর রশীদের ছেলে। তিনি পেশায় ওয়াই-ফাই কেব্ল অপারেটর ছিলেন।
এ ঘটনায় সাকিব ও তাঁর বাবা শফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নয়ন আলী (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। গত রোববার রাত ৯টার দিকে পৌর এলাকার ১ নম্বর কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নয়ন আলী ওই এলাকার লিয়াকত আলীর ছেলে।
মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে ইব্রাহিম রাজু (২৭) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে। গত সোমবার দুপুরে নিহত রাজুর পিতা মহিউদ্দিন ১৬ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। রাজু জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে রাজু হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
নেছারাবাদ (পিরোজপুর): পিরোজপুরের নেছারাবাদে প্রতিপক্ষের লাঠির আঘাতে হাসান ব্যাপারী (৪০) নামের এক লঞ্চ কর্মচারীর মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে উপজেলার গগন গ্রামের কর্মকারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত সরোয়ার হোসেন (৪০) একই গ্রামের বাসিন্দা।
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের মিঠামইনে হেলিম নামের সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আইয়ুব আলী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঘাগড়া বাজারের হক মার্কেটে এ ঘটনা ঘটে।
গাজীপুর: গাজীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সরপাইতলী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছোট ভাই আজগর আলী (৫০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। নিহতের নাম আলিমুদ্দিন (৬০)। তিনি স্থানীয় সরপাইতলী গ্রামের দিদার আলীর ছেলে।
ফরিদপুর: ফরিদপুরে ছুরিকাঘাতে আইনউদ্দিন মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধ খুনের ঘটনায় তাসকিন তালুকদার (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শহরের চাঁনমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে