ভূঞাপুর প্রতিনিধি
গত কয়েক দিনের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ভূঞাপুরে যমুনার পানি বেড়েছে। এতে তলিয়ে গেছে চরাঞ্চলের বেশ কিছু ফসলি জমি। অপরদিকে নদীভাঙন আতঙ্কে রয়েছে চরাঞ্চলসহ উপজেলার অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের নদী তীরবর্তী অঞ্চলের লোকজন। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরাঞ্চলবেষ্টিত গাবসারা ইউনিয়নসহ যমুনা তীরবর্তী বেশ কিছু নিচু এলাকায় ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে বেশির ভাগ জমিতে আবাদ করা হয়েছিল বাদাম ও বিভিন্ন ধরনের সবজির। স্থানীয় বাসিন্দারা বলছেন, এভাবে পানি বাড়তে থাকলে কয়েক দিনের মধ্যেই তলিয়ে যাবে শত শত একর তিল ও কাউন।
গাবসারা ইউনিয়নের আজিজ, নজরুল, আকলেছ, বারেকসহ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর বন্যা আসার আগেই কয়েকবার পানি বেড়ে যায়। এতে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়। নিচু জমির ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়। সবজি, তিল, কাউনসহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। তবে উঁচু জমিতে এখনো পানি ওঠেনি। পানি ওঠার আগেই যদি ফসলগুলো কাটতে পারেন, তবে নিচু জমিতে তলিয়ে নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. হুমায়ুন কবির বলেন, হঠাৎ করে কয়েক দিন যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। এর ফলে উপজেলার যমুনা চরাঞ্চলের নিচু এলাকার কিছু অংশের ফসলের জমিতে পানি উঠেছে। তবে এতে কৃষকের তেমন একটা ক্ষতি হবে না। বন্যা আসার আগেই যদি তাঁরা তিল, কাউনসহ অন্যান্য ফসল ঘরে তুলতে পারবে।
গত কয়েক দিনের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ভূঞাপুরে যমুনার পানি বেড়েছে। এতে তলিয়ে গেছে চরাঞ্চলের বেশ কিছু ফসলি জমি। অপরদিকে নদীভাঙন আতঙ্কে রয়েছে চরাঞ্চলসহ উপজেলার অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের নদী তীরবর্তী অঞ্চলের লোকজন। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরাঞ্চলবেষ্টিত গাবসারা ইউনিয়নসহ যমুনা তীরবর্তী বেশ কিছু নিচু এলাকায় ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে বেশির ভাগ জমিতে আবাদ করা হয়েছিল বাদাম ও বিভিন্ন ধরনের সবজির। স্থানীয় বাসিন্দারা বলছেন, এভাবে পানি বাড়তে থাকলে কয়েক দিনের মধ্যেই তলিয়ে যাবে শত শত একর তিল ও কাউন।
গাবসারা ইউনিয়নের আজিজ, নজরুল, আকলেছ, বারেকসহ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর বন্যা আসার আগেই কয়েকবার পানি বেড়ে যায়। এতে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়। নিচু জমির ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়। সবজি, তিল, কাউনসহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। তবে উঁচু জমিতে এখনো পানি ওঠেনি। পানি ওঠার আগেই যদি ফসলগুলো কাটতে পারেন, তবে নিচু জমিতে তলিয়ে নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. হুমায়ুন কবির বলেন, হঠাৎ করে কয়েক দিন যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। এর ফলে উপজেলার যমুনা চরাঞ্চলের নিচু এলাকার কিছু অংশের ফসলের জমিতে পানি উঠেছে। তবে এতে কৃষকের তেমন একটা ক্ষতি হবে না। বন্যা আসার আগেই যদি তাঁরা তিল, কাউনসহ অন্যান্য ফসল ঘরে তুলতে পারবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে